দেখতে অনেকটা রডওয়ালা তলোয়ারের মতো। দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে এই বিশেষ হাতিয়ার পুলিশকে দেওয়া হয় প্রশাসনের তরফে। লালকেল্লায় তাণ্ডবের সময় পুলিশের সময় আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধে বহু পুলিশকর্মী আহত হন। তার থেকে শিক্ষা নিয়েই পুলিশকর্মীদের সুরক্ষার জন্য এই হাতিয়ারি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। অভিযোগ, বেশ কিছু আন্দোলনকারী তলোয়ার নিয়ে হামলা চালায় পুলিশের উপর। তার থেকে বাঁচতেই এই হাতিয়ার পাল্টা ব্যবহারের জন্য ভাবা হয়েছে। কিন্তু এর অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা পুলিশেরই একাংশের।
আরও পড়ুন কাঁটাতার-বোল্ডারের ব্যারিকেড-পেরেক পুঁতে কৃষকদের আটকাতে চাইছে পুলিশ
সহদরা জেলা পুলিশের কর্মীদের হাতে এই ধাতব ব্যাটন নেওয়া ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন। এরপরই বিতর্কের জেরে দিল্লি পুলিশের সদর দফতরের তরফে শীর্ষ আধিকারিকরা অবিলম্বে ওই অস্ত্র ব্যবহারে স্থগিতাদেশ দিয়েছে। এগুলি ব্যবহারের আগে অনুমতি নেওয়ার কথা বলেছে পুলিশকর্মীদের।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন