মাদক কাণ্ডে আরও বিপাকে পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী বিক্রম সিং মাজিঠিয়া। আগেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এবার স্বরাষ্ট্র মন্ত্রক তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল। এর জেরে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলল শিরোমণি অকালি দল।
২০১৮ সালে পাঞ্জাবে মাদক চক্রের অভিযোগে তিন বছর পর মামলা দায়ের হয়েছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। তিনবছর আগে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে মাদক বিরোধী টাস্ক ফোর্সের প্রধান হরপ্রীত সিং সিধু রিপোর্ট জমা দেন। সেই ভিত্তিতে মাজিঠিয়ার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
প্রসঙ্গত, তিনি শিরোমণি অকালি দলের সুপ্রিমো সুখবীর সিং বাদলের শ্যালক এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌরের ভাই। এর আগে নিজের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেন মাজিঠিয়া। এদিকে, মাজিঠিয়া পরিবারের রাজনৈতিক ইতিহাস অকালিদের থেকে অনেক পুরনো। বিক্রমের প্রপিতামহ সুন্দর সিং মাঝিঠিয়া ব্রিটিশ শাসিত অবিভক্ত পাঞ্জাবে শিখ সম্প্রদায়ের উন্নয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
আরও পড়ুন ‘মুক্তির ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে আমরা মন্দির পুনর্নির্মাণ করব’, জানালেন মুখ্যমন্ত্রী
বিক্রমের পিতামহ সুরজিৎ সিং ছিলেন নেহেরু সরকারের প্রথম মন্ত্রিসভায় উপপ্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। ১০১ বছর আগে সুন্দর সিং মাজিঠিয়া শিরোমণি গুরদ্বারা প্রবন্ধক কমিটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন। এমন ঐতিহ্যশালী পরিবারের সন্তান বিক্রম এখন বিরাট সঙ্কটে ভুগছেন। তাঁদের পরিবারের সঙ্গে শিখ মহারাজা রঞ্জিৎ সিংয়ের যোগ ছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন