Advertisment

হেফাজতে ভারতীয় পাইলট, টুইট পাক সেনার মুখপাত্রের

ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার জানান, ‘‘পাকিস্তান দাবি করেছে ভারতীয় পাইলট তাদের হেফাজতে, তবে আমরা এটা খতিয়ে দেখছি।’’

author-image
IE Bangla Web Desk
New Update
india, pakistan, ভারত, পাকিস্তান

পাক সেনার হেফাজতে রয়েছেন ভারতীয় বায়ুসেনার কমান্ডার, দাবি পাকিস্তানের।

হেফাজতে রয়েছেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন, টুইটে দাবি পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুরের। টুইটারে অভিনন্দনের ছবিও পোস্ট গাফুরের। আকাশপথে পাক হামলা রুখতে গিয়ে মিগ-২১ যুদ্ধবিমান ভেঙে পড়েছ পাকিস্তানে, এক ভারতীয় পাইলট নিখোঁজ, একথাই জানায় ভারতীয় বিদেশমন্ত্রক। ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার এও দাবি করেন, ‘‘পাকিস্তান দাবি করেছে ভারতীয় পাইলট তাদের হেফাজতে, তবে আমরা এটা খতিয়ে দেখছি।’’

Advertisment

ভারত সতর্ক থাকায় পাক হামলা সফল হয়নি, সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দিল ভারতীয় বিদেশ মন্ত্রক। আকাশপথে পাক হামলা বানচাল করেছে ভারতীয় বায়ুসেনা। পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে ভারতীয় বায়ুসেনার মিগ-২১ বাইসন যুদ্ধবিমান, একথাই জানাল ভারতীয় বিদেশমন্ত্রক। পাশাপাশি আকাশপথে পাক হামলা রুখতে গিয়ে মিগ-২১ যুদ্ধবিমান হারাল ভারত। একইসঙ্গে ওই যুদ্ধবিমানের পাইলট নিখোঁজ বলে দাবি করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। যদিও পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে, ‘‘ওই পাইলট তাদের হেফাজতে।’’ এ ব্যাপারে ‘‘খতিয়ে দেখা হচ্ছে’’ বলে জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।


আরও পড়ুন, ভারতীয় বায়ুসেনা কমান্ডার আটক, দাবি পাক ভিডিওয়

বুধবার সাংবাদিক বৈঠকে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার জানিয়েছেন, ‘‘মঙ্গলবার এয়ার স্ট্রাইকের পরও পাকিস্তান তার বায়ুসেনাকে কাজে লাগিয়ে এদিন সকালে ভারতে হামলা চালিয়েছে। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। পাক যুদ্ধবিমানকে দেখেই ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান আকাশে উড়ে যায়। আকাশে পাক যুদ্ধ বিমানকে রোখে ভারতীয় বায়ুসেনা। আমাদের একটি মিগ ২১ বিমান পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে। পাক যুদ্ধ বিমানকে পড়তে দেখা গিয়েছে।’’

আরও পড়ুন, ফের প্রত্যাঘাত ভারতের, ধ্বংস ৫ পাক পোস্ট

অন্যদিকে, ভারতের মিগ-২১ যুদ্ধবিমান ধ্বংসের কথা স্বীকার করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। এ প্রসঙ্গে রভীশ কুমার বলেছেন, ‘‘তবে দুর্ভাগ্যবশত, আমাদের একটি মিগ-২১ বিমানও ভেঙে পড়েছে। পাইলটের এখনও খোঁজ পাইনি। পাকিস্তান অবশ্য দাবি করছে, ওই পাইলটকে তারা হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে আমরা খতিয়ে দেখছি।’’

উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে আটক করেছে পাকিস্তান। ভিডিও প্রকাশ করে এমনই দাবি পাকিস্তানের। ওই ভিডিওতে নিজেকে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার হিসেবে পরিচয় দিয়েছেন অভিনন্দন।

Read the full story in English

International news national news pakistan India
Advertisment