Advertisment

দেশের ইতিহাসে প্রথম, সমকামী আইনজীবীকে হাইকোর্টের বিচারপতি করতে সুপ্রিম সুপারিশ

দিল্লি হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হলে সৌরভই হবেন ভারতের প্রথম সমকামী বিচারপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
SC Collegium picks Saurabh Kirpal for Delhi High Court

সৌরভ কৃপাল দিল্লি হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হলে তিনিই হবেন ভারতের প্রথম সমকামী বিচারপতি।

দিল্লি হাইকোর্টের বিচারপতি পদে অভিজ্ঞ আইনজীবী সৌরভ কৃপালের পদোন্নতির সুপারিশ করল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের কলেজিয়ামে এই সিদ্ধান্ত হয়েছে। দেশের ইতিহাসে ইতিহাস সৃষ্টি হবে যদি সৌরভ কৃপাল হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন। কারণ, দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে প্রথম কোনও সমকামী আইনজীবীকে হাইকোর্টের বিচারপতি পদে বসানোর সুপারিশ করল শীর্ষ আদালত।

Advertisment

দিল্লি হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হলে সৌরভই হবেন ভারতের প্রথম সমকামী বিচারপতি। ২০১৮ সাল থেকে চারবার সৌরভের নাম সুপারিশ করে শীর্ষ আদালত। তাঁর পদোন্নতি দেশের সমকামী আধিকার আন্দোলনের মাইলফলক হিসাবে তকমা পাবে বলে মনে করছে বিচারপতি মহল।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, প্রধান বিচারপতি এন ভি রামান্না কৃপালের নাম সুপারিশ করেন। যদিও তাঁর নামের প্রস্তাবের বার বার বিরোধিতা করেছে কেন্দ্র। এর অন্যতম কারণ হল স্বার্থের সংঘাত। কারণ, সৌরভ কৃপালের সঙ্গী একজন ইউরোপিয়ান, এবং তিনি সুইস দূতাবাসের আধিকারিক।

আরও পড়ুন সলমন খুরশিদের বাড়িতে আগুন লাগাল দুষ্কৃতীরা, ‘এটা হিন্দুত্ব নয়’, আক্ষেপ কংগ্রেস নেতার

গত ১১ নভেম্বর শীর্ষ আদালতের কলেজিয়ামের বৈঠকে কৃপালের নাম সুপারিশ করা হয়। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টুইট করেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংং। তিনি লিখেছেন, দেশের ইতিহাসে প্রথম কোনও সমকামী আইনজীবী কোনও হাইকোর্টের বিচারপতি হতে চলেছেন সৌরভ কৃপাল। যৌন বৈষম্যের ঊর্ধ্বে উঠে দেশের বিচার ব্যবস্থা সবধরনের মানুষকে নিয়ে তৈরি হতে চলেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

supreme court Delhi High Court Gay Advocate
Advertisment