/indian-express-bangla/media/media_files/2025/03/11/s97RkifJkM3U4gzDPmRe.jpg)
প্রতীকী ছবি।
Train attacked in Balochistan: পাকিস্তানে যাত্রীবোঝাই ট্রেন অপহরণ করল জঙ্গিরা। ৪০০-এরও বেশি যাত্রী রয়েছে ওই ট্রেনে। পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের এই মারাত্মক কাণ্ডে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে প্রতিবেশী দেশে। সেনা অভিযান চালালে গোটা ট্রেন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে বালোচ লিবারেশন আর্মি। চূড়ান্ত উত্তেজনা গোটা পাকিস্তান জুড়ে।
মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে চারশোর বেশি যাত্রীবোঝাই একটি ট্রেন লক্ষ্য করে অতর্কিতে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গুলিবিদ্ধ হয়ে ট্রেনের চালক গুরুতর জখম হয়েছেন। বালোচিস্তানে জাফর এক্সপ্রেসে জঙ্গি হামলা চালানো হয়। ৪০০-এর বেশি যাত্রী নিয়ে ট্রেনটি পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে বালুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাচ্ছিল। একটি বিবৃতিতে, ট্রেনে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)।
পাক রেলওয়ের একজন আধিকারিক জানিয়েছেন, বালুচিস্তানের বোলান জেলার মুশকাফ এলাকায় ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী পৌঁছেছে।
বালুচিস্তান সরকার জরুরি ব্যবস্থা জারি করেছে এবং পরিস্থিতি মোকাবিলায় সব প্রতিষ্ঠানকে তৎপর করা হয়েছে বলে জানিয়েছেন পাক সরকারি মুখপাত্র শহীদ রিন্দ। বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীগুলির কয়েক দশকের বিদ্রোহ চলছে। যার জেরে এই অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে প্রায়শই সংঘাতে জড়ায় বিচ্ছিন্নতাবাদী একাধিক জঙ্গি গোষ্ঠী। এই এলাকার খনিজ সমৃদ্ধ সম্পদের ভাগাভাগি নিয়ে পাক প্রশাসনের সঙ্গে বালোচ জঙ্গিদের বিবাদ দীর্ঘদিনের।
আরও পড়ুন- Canada India News: ভুলের পুনরাবৃত্তি আর নয়, ভারতকে কাছে টেনে বিশ্বমঞ্চে বড় বার্তা কানাডার
বিএলএ বা বালুচ লিবারেশন আর্মি স্বাধীন বালুচিস্তান চায়। এই গোষ্ঠীটি পাকিস্তান সরকারের সঙ্গে এই দাবিতে গত কয়েক দশক ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। এই তল্লাটের বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে বিএলএ সবচেয়ে বড় গোষ্ঠী। তাঁদের অভিযোগ, বালুচিস্তানের সমৃদ্ধ গ্যাস ও খনিজ সম্পদকে অন্যায়ভাবে শোষণ করছে পাক সরকার।