Advertisment

অরুণাচলের নিখোঁজ ৫ যুবকের হদিশ মিলল চিনে

নিখোঁজ হওয়া ৫ যুবককে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু।

author-image
IE Bangla Web Desk
New Update
arunachal pradesh, অরুণাচল প্রদেশ, অরুণাচলে নিখোঁজ যুবক

প্রতীকী ছবি।

অরুণাচলপ্রদেশ থেকে নিখোঁজ হওয়া ৫ যুবকের হদিশ মিলল। চিনে তাঁদের খোঁজ মিলেছে বলে জানিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি(পিএলএ)। নিখোঁজ হওয়া ৫ যুবককে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু।

Advertisment

এ প্রসঙ্গে টুইটারে রিজিজু জানান, ''ভারতীয় সেনার হটলাইনে পাঠানো বার্তায় সাড়া দিয়েছে চিনের পিএলএ। তারা নিশ্চিত করে জানিয়েছে যে অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ হওয়া ৫ যুবকের খোঁজ মিলেছে তাদের ওখানে''।

আরও পড়ুন: কোনও গুলি ছোড়া হয়নি, অশান্তি বাড়াতে চাইছে চিন, জানাল সেনা

উল্লেখ্য়, ক'দিন আগে পূর্ব অরুণাচলের সাংসদ তাপির গাও টুইট করে জানান, ''৩ সেপ্টেম্বর থেকে অরুণাচলে আপার সুবনসিরি এলাকায় ম্য়াকমোহন লাইনের নীচে সেরা ৭ এলাকা থেকে ৫ টাগিন যুবককে অপহরণ করেছে চিনের পিএলএ। গত মার্চেও একই ঘটনা ঘটেছিল। এখন পদক্ষেপ করার সময় এসেছে''। ৫ যুবকের নিখোঁজ হওয়ার ঘটনা টুইট করেন কংগ্রেস বিধায়ক নিনং এরিংও।

এ ঘটনার পর প্রথমে তদন্ত শুরু করেছিল স্থানীয় পুলিশ। লাদাখে সংঘাতের আবহে অরুণাচল থেকে ৫ যুবকের নিখোঁজ হওয়ার ঘটনা নয়া মাত্রা পায়।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment