Advertisment

Modi Putin Talks: তড়িঘড়ি পুতিনকে ফোন মোদীর, বিশেষ কোন কারণ?

Modi Putin Talks: উক্রেন সফরে জেলেনস্কির সঙ্গে দেখা করে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী মোদী। এর পরই দেশে ফিরে তড়িঘড়ি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন মোদীর।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Ukraine Crisis, PM Narendra Modi, Vladimir Putin

 

Advertisment



PM Modi Talks Vladimir Putin: সম্প্রতি ইউক্রেন সফরে জেলেনস্কির সঙ্গে দেখা করে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী মোদী। এর পরই দেশে  ফিরে তড়িঘড়ি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন মোদীর। প্রধানমন্ত্রী বলেছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময় উঠে এসেছে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার (২৭ আগস্ট) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন, ভারত ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে। আলোচনা চলাকালীন দুই নেতার মধ্যে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

তিনি লিখেছেন, "ভারত ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে দু'দেশের মধ্যে আলোচনা হয়েছে। রাশিয়া-ইউক্রেন সংকটের বিষয়েও দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে মত বিনিময় হয়েছে বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই সময় ভারতের দৃঢ়ভাবে তার আগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে , সংঘাতের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান।"



প্রধানমন্ত্রী মোদি গত সপ্তাহে ইউক্রেন সফর করেন এবং সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের সঙ্গে  সেখানকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জেলেনস্কির সঙ্গে আলাপকালে মোদী আলোচনা ও কূটনীতির মাধ্যমে যুদ্ধের সমাধানের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন। 

প্রধানমন্ত্রী ইউক্রেন সফর শেষে বলেন, "আমরা (ভারত) নিরপেক্ষ নই। শুরু থেকেই আমরা আমরা শান্তির কথা বলে আসছি। আমরা বুদ্ধের দেশ থেকে এসেছি, যেখানে যুদ্ধের কোনো স্থান নেই।" আমি আপনাকে এবং সমগ্র বিশ্ব সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই যে ভারত সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা (রাষ্ট্রগুলির) সম্মান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

আরও পড়ুন - Mamata Banerjee: আরজি কর নিয়ে বিরাট বার্তা মমতার, কী বললেন মুখ্যমন্ত্রী?

গত মাসে, মোদী মস্কো সফর করেন এবং পুতিনের সাথে দেখা করেন, যেখানে তিনি ইউক্রেন সংঘাতে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে আলোচনা ও কূটনীতির পথে ফিরে আসতে উৎসাহিত করেছেন, জোর দিয়ে বলেছেন যে "যুদ্ধ থেকে কোনো স্থায়ী সমাধান পাওয়া সম্ভব নয়।"

Zelenskyy Modi Government Vladimir Putin
Advertisment