Advertisment

হ্যান্ড স্যানিটাইজার-মাস্কের দাম বেঁধে দিল মোদীর সরকার

হ্যান্ড স্যানিটাইজার-মাস্কের কালোবাজারি রুখতে হস্তক্ষেপ কেন্দ্রের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

হ্যান্ড স্যানিটাইজারের কালো বাজারি রুখতে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ।

করোনা আতঙ্কে কাঁপছে দেশ। মারণ ভাইরাস মোকাবিলায় সতর্কতাই একমাত্র পথ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফলে, গত কয়েক সপ্তাহে ভারতজুড়ে হ্য়ান্ড স্যানিটাইজারের চাহিদা তুঙ্গে। মাঝেমধ্যেই তা মজুত নেই বলে জানা যাচ্ছে। পরিস্থিতির সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা হ্যান্ড স্যানিটাইজারের দাম কয়েকগুণ বাড়িয়ে বিক্রি করছেন। এতে রাশ টানতেই হস্তক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। বেঁধে দেওয়া হল হ্য়ান্ড স্যানিটাইজারের দাম। ২০০মিলিলিটার হ্যান্ড স্যানিটাইজারের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

Advertisment

অতি প্রয়োজনীয় পণ্য আইনের আওতায় স্যানিটাইজারের দামের সর্বোচ্চ সীমা বেঁধে দিল কেন্দ্র। পভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসওয়ান জানিয়েছেন যে, প্রতিটি দু-তিন ভাঁজের মাস্ক ৮ থেকে ১০ টাকা দামেই বিক্রি করতে হবে।

আরও পড়ুন: স্যানিটাইজার ব্যবহারের সময় যা কিছু জেনে রাখা খুব দরকার

চলতি বছরের জুন মাস পর্যন্ত হ্য়ান্ড স্যানিটাইজারের এই দামই বলবৎ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, 'করোনাভাইরাস প্রকোপের পর থেকে ভারতের বাজারে হ্য়ান্ড স্য়ানিটাইজার ও মাস্কের দাম বেড়েছে। সরকার যা গুরুত্বের সঙ্গে বিচার করেছে। মানুষের সুবিধায় তাই ওই দুই প্রয়োজনীয় সামগ্রীর দাম বেঁধে দেওয়া হল।' মাইক্রো ব্লগিং সাইটে ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রয়োজনীয় দ্রব্য মূল্য নির্ধারণ আইনে হ্য়ান্ড স্য়ানিটাইজার ও মাস্কের দাম বেঁধে দেওয়া হয়েছে।

ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২৭১। ইতিমধ্যেই চার জনের মৃত্যু হয়েছে। এপর্যন্ত শুক্রবারই দেশে করোনা আক্রান্তের সংখ্য়া লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ওই দিন মোট ৬৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কেন্দ্র হাসপাতালগুলিকে নির্দেশ দিয়েছে যে, নিউমোনিয়া আক্রান্ত সব রোগীকেও এবার থেকে কোভিড-১৯ পরীক্ষা করতে হবে।

আরও পড়ুন: LIVE: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৭১

করোনা মোকাবিলায় রবিবার 'জনতা কার্ফু'য়ের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৯টা পর্যন্ত প্রয়োজন ছাড়া দেশবাসীকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছেন। ভারতীয় রেলের তরফেও রবিবার বহু ট্রেন বাতিল করা হয়েছে।

Read the full story in English

coronavirus PM Narendra Modi
Advertisment