Advertisment

'শুভ কর্মপথে, ধরো নির্ভয় গান', কবিগুরুর বাণী উল্লেখ করে রাষ্ট্রসংঘে বার্তা মোদীর

অনেক দেশই সন্ত্রাসকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে, বললেন প্রধানমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi at UNGA

রাষ্ট্রসংঘে রবীন্দ্র-স্মরণে মোদী

রাষ্ট্রসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে বক্তব্য রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি নিজের বক্তব্যে নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বললেন, আফগানিস্তানের মাটি যেন সন্ত্রাসের জন্য ব্যবহৃত না হয়। বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের মঞ্চে মোদী জানালেন, বর্তমানে বিশ্বে প্রতিক্রিয়াশীল চিন্তা এবং চরমপন্থা বৃদ্ধি পাচ্ছে। সেই অবস্থায় দাঁড়িয়ে বিশ্বকে বিজ্ঞান-নির্ভর, বুদ্ধিদীপ্ত এবং অগ্রগতির পথে নিয়ে যেতে হবে।

Advertisment

একনজরে দেখে নিন কী বললেন মোদী-

  • আমি এমন দেশের প্রতিনিধিত্ব করছি যে সমস্ত গণতন্ত্রের মাতৃসম।
  • হ্যাঁ, গণতন্ত্রই সব সমস্যার সমাধান, এবং তা করেওছে।
  • উন্নয়ন সবার জন্য, সবাইকে নিয়ে করতে হবে।
  • যখন ভারত সংস্কারের পথে হাঁটে তখন বিশ্বও পাল্টে যায়।
  • ভারত বিশ্বের প্রথম ডিএনএ কোভিড টিকা প্রস্তুত করেছে।
  • করোনা অতিমারি আমাদের শিখিয়েছে বিশ্ব অর্থনীতিকে আরও বৈচিত্র আনতে হবে।
  • বর্তমানে বিশ্বে প্রতিক্রিয়াশীল চিন্তা এবং চরমপন্থা বৃদ্ধি পাচ্ছে। সেই অবস্থায় দাঁড়িয়ে বিশ্বকে বিজ্ঞান-নির্ভর, বুদ্ধিদীপ্ত এবং অগ্রগতির পথে নিয়ে যেতে হবে।
  • আফগানিস্তানের মাটি যেন সন্ত্রাসের জন্য ব্যবহৃত না হয়।
  • আমাদের মহাসাগরও আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের লাইফলাইন। আমাদের অবশ্যই সেটাকে রক্ষা করা উচিত আগ্রাসনের বিরুদ্ধে। আন্তর্জাতিক মহলকে এই নিয়ে একসুরে সরব হওয়া উচিত রুল-বেসড ওয়ার্ল্ড অর্ডারকে জোরদার করার জন্য। আমাদের মহাসাগরও আমাদের ঐতিহ্য, তাই এটা মাথায় রাখা উচিত যে আমরা সমুদ্রের সম্পদ ব্যবহার করব, তার অপচয় নয়।
  • প্রতিক্রিয়াশীল চিন্তাধারার পাশাপাশি অনেক দেশই সন্ত্রাসকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। তাদের বুঝতে হবে, সন্ত্রাস একইরকম ভাবে বড় উদ্বেগের কারণ হতে পারে।
  • কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উদ্ধৃত করে মোদী বলেন, শুভ কর্মপথে, ধরো নির্ভয় গান। সব দুর্বল সংশয় হোক অবসান- এই কথা রাষ্ট্রসংঘ এবং প্রত্যেক দায়িত্বশীল দেশের জন্যেও খাটে।

আরও পড়ুন ভারতই বড় ডিফেন্স পার্টনার, মোদীকে আশ্বস্ত করলেন বাইডেন

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

UNGA PM Narendra Modi
Advertisment