কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভেঙে পড়েছে ভারতের স্বাস্থ্য পরিকাঠামো। টিকাকরণ শুরু হলেও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। প্রতিদিনই বেড়ে চলেছে মৃত্যু। এই পরিস্থিতিতে দেশের কোভিড প্রেক্ষাপট নিয়ে মত প্রকাশ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত।
কোভিড -১৯ পরিস্থিতি এবং দেশের কয়েকটি রাজ্যের হাসপাতালের পরিকাঠামো, মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থারপ্রধান টেড্রোস আধানম গেব্রিয়োসিসও। আরএসএস প্রধান জানিয়েছেন ডাক্তাররা আগেই সতর্ক করেছিলেন কিন্তু করোনা প্রথম ঢেউ থামতেই আত্মতুষ্টিতে ভুগেছে দেশের মানুষ। সরকারও অবহেলা করেছে আনলক পর্যায়ে। এর ফলে দেশে ফের জাঁকিয়ে বসেছে এই ভাইরাস।
আরও পড়ুন, ভারতের পরিস্থিতি মারাত্মক, আরও প্রকট হতে পারে করোনা! চিন্তায় WHO প্রধান
এখনও এই পরিস্থিতি থেকে শিক্ষা না নিলে আগামী দিনে ভয়ঙ্কর সঙ্কটের মুখোমুখি হতে হবে বলেই জানিয়েছেন তিনি। সরকারের বিরুদ্ধে কিছুটা কড়া সুরই শোনা গিয়েছে মোহন ভাগবতের গলায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন