Mohini Mohan Dutta: টাটার ৫০০ কোটি পেতে চলেছে মোহিনী মোহন দত্ত, কে এই ব্যক্তি, কেন প্রয়াত শিল্পপতির উইলে তাঁর নাম?

Mohini Mohan Dutta: টাটা গ্রুপের ধনকুবের প্রয়াত রতন টাটার উইল আবারও শিরোনামে। তাঁর উইলে রয়েছে একটি নাম! যেটি কেবল টাটা পরিবারকেই নয়, সমগ্র ব্যবসায়িক জগৎকে হতবাক করে দিয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
ratan TAta

টাটার ৫০০ কোটি পেতে চলেছে মোহিনী মোহন দত্ত

Mohini Mohan Dutta: টাটা গ্রুপের ধনকুবের প্রয়াত রতন টাটার উইল আবারও শিরোনামে। তার উইলে রয়েছে একটি নাম! যেটি কেবল টাটা পরিবারকেই নয়, সমগ্র ব্যবসায়িক জগৎকে হতবাক করে দিয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে অনুসারে রতন টাটা তাঁর উইল অনুসারে মোহিনী মোহন দত্ত প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি পেতে পারেন। এখন সামনে এসেছে কে এই মোহিনী মোহন দত্ত?  রতন টাটার সাথে তাঁর কী সম্পর্ক? রতন টাটার উইলে তাঁর নামের উল্লেখ কেন?

Advertisment

মোহিনী মোহন দত্ত জামশেদপুরের বাসিন্দা। তিনি জানিয়েছেন, ১৯৬০-এর দশকের গোড়ার দিকে জামশেদপুরের ডিলার্স হোস্টেলে রতন টাটার সঙ্গে তাঁর  প্রথম দেখা হয়। সেই সময়, রতন টাটার বয়স ছিল মাত্র ২৪ বছর এবং তিনি বৃহৎ ব্যবসায়িক জগতে নিজের জায়গা করে নেওয়ার চেষ্টা করছিলেন। এই সাক্ষাৎ দত্তের জীবনের দিক পরিবর্তন করে এবং দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। তিনি পেশায় ব্যবসায়ী।

কাছের মানুষকে দিন বিরাট চমক! ভ্যালেন্টাইন্স উইকের গিফটের সেরা তালিকা, যা মুগ্ধ করবে সঙ্গিনীকে

প্রথম জীবনে তিনি ‘Stallion’ নামের একটি ট্রাভেল এজেন্সি চালাতেন।  ‘Stallion’-এর ৮০ শতাংশ মালিকানা ছিল তাদেরই। পরে টাটা ইন্ডাস্ট্রিজ তাঁর উদ্যোগেই ‘স্ট্যালিয়ন ট্রাভেল এজেন্সি’-তে বিনিয়োগ করে। এই সংস্থা পরে তাজ ট্রাভেল ডিভিশনের সঙ্গে মিশে যায়। এরপর টাটা ক্যাপিটাল ব্যবসা অধিগ্রহণ করে এবং পরে থমাস কুক (ইন্ডিয়া)-কে বিক্রি করে দেয়। বর্তমানে মোহিনী মোহন দত্ত এই সংস্থারই পরিচালক। তাঁর এক মেয়ে ২০১৫ সাল পর্যন্ত Taj Hotels-এ কর্মরত ছিলেন। পরে Tata Trusts-এর সঙ্গে যুক্ত হন। এই কোম্পানির ৮০% শেয়ার মোহিনী মোহন দত্ত এবং তার পরিবারের মালিকানাধীন এবং ২০% শেয়ার টাটা ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন। মোহন দত্তের এক কন্যা আগে তাজ গ্রুপে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি টাটা ট্রাস্টের একজন সদস্য। ২০২৪ সালের ডিসেম্বরে রতন টাটার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মোহিনী মোহন দত্তকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। মোহিনী মোহন দত্ত এবং রতন টাটার প্রথম দেখা হয়েছিল ধানবাদে এবং সেই সময় রতন টাটার বয়স ছিল মাত্র ২৪ বছর।

Advertisment

অক্টোবরে রতন টাটার শেষকৃত্যের সময় মোহিনী মোহন দত্ত জানিয়েছিলেন “আমরা প্রথম জামশেদপুরের ডিলার্স হোস্টেলে দেখা করি যখন রতন টাটার বয়স ছিল ২৪ বছর। তিনি আমাকে সাহায্য করেছিলেন এবং আমাকে অনেক দিক থেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে।” এই বিবৃতি থেকে স্পষ্ট, দুজনের মধ্যে সম্পর্ক কেবল পেশাদারিত্বের ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত স্তরেও ছিল। সূত্র বলছে, রতন টাটার উপহার দেওয়া সম্পত্তি গ্রহণ করতে রাজি হয়েছেন মোহিনী মোহন দত্ত। তিনি বিশ্বাস করেন উপহারের পরিমাণ প্রায় ৬৫০ কোটি টাকা।  

সাধারণ মানুষকে বিরাট স্বস্তি! ৫ বছর পর কমল রেপো রেট, কমবে EMI

নোয়েল টাটাকে কিছুই দেওয়া হয়নি
রতন টাটা তার উইলে তার বন্ধুবান্ধব, পরিবার এবং সৎ-বোনদের অনেক কিছু দিয়েছিলেন কিন্তু তার সৎ ভাই নোয়েল টাটা এবং তার সন্তানদের অন্তর্ভুক্ত করেননি। তিনি তার ভাই জিমি টাটাকে সম্পত্তির ৫০ কোটি টাকা দিয়েছেন। 

ratan tata