RBI Repo Rate Cut : সাধারণ মানুষকে বিরাট স্বস্তি! ৫ বছর পর কমল রেপো রেট, কমবে EMI

RBI Repo Rate Cut : প্রায় ৫ বছর পর রিজার্ভ ব্যাংক রেপো রেটে কিছু পরিবর্তন এনেছে। রেপো রেট ০.২৫ শতাংশ হ্রাসের ফলে, গৃহঋণ এবং গাড়ি ঋণ সহ সকল প্রকারের ঋণ সস্তা হবে এবং ইএমআইতেও বড়সড় স্বস্তি পাবেন সাধারণ মানুষ।

author-image
IE Bangla Web Desk
New Update
RBI Cuts Interest Rates For First Time In Nearly 5 Years

সাধারণ মানুষকে বিরাট স্বস্তি! ৫ বছর পর কমল রেপো রেট, কমবে EMI

RBI Repo Rate Cut :৫ বছর পর রেপো রেট ০.২৫% কমাল আরবিআই, ইএমআই কমবে। 

Advertisment

প্রায় ৫ বছর পর রিজার্ভ ব্যাংক রেপো রেটে কিছু পরিবর্তন এনেছে। রেপো রেট ০.২৫ শতাংশ হ্রাসের ফলে, গৃহঋণ এবং গাড়ি ঋণ সহ সকল প্রকারের ঋণ সস্তা হবে এবং ইএমআইতেও বড়সড় স্বস্তি পাবেন সাধারণ মানুষ। দেশের কোটি কোটি মানুষকে বড় স্বস্তি দিয়ে, ভারতীয় রিজার্ভ ব্যাংক শুক্রবার সুদের হার ০.২৫ শতাংশ কমানোর কথা ঘোষণা করেছে। প্রায় ৫ বছর পর রিজার্ভ ব্যাংক রেপো রেট কমালো। রেপো রেটে ০.২৫ শতাংশ (২৫ বেসিস পয়েন্ট) হ্রাসের ফলে, গৃহ ঋণ এবং গাড়ি ঋণ সহ সমস্ত ঋণ সস্তা হবে এবং সাধারণ মানুষ ইএমআইতেও বড়সড় স্বস্তি পাবে। রিজার্ভ ব্যাংক শেষবার ২০২৩ সালের জুনে রেপো রেটে বদল আনে। ২০২৩ সালের জুন থেকে রেপো রেটে কোনও পরিবর্তন হয়নি।

রেপো রেট ৬.২৫ শতাংশ হয়েছে
আজ, ২০২৩ সালের জুনের পর প্রথমবারের মতো, রেপো রেট পরিবর্তন করা হয়েছে এবং এখন রেপো রেট  ৬.৫০ শতাংশ থেকে কমিয়ে ৬.২৫ শতাংশ করা হয়েছে। আজ, অর্থাৎ ৭ ফেব্রুয়ারি, ছিল মুদ্রা নীতি কমিটির সভার শেষ দিন। গত ৫ ফেব্রুয়ারি আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে শুরু হয় এই বৈঠক  হয়েছিল। ৩ দিন ধরে চলা এই গুরুত্বপূর্ণ বৈঠকে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার বৈঠক শেষ হওয়ার পর, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা রেপো রেট ০.২৫ শতাংশ কমানোর কথা ঘোষণা করেন।  আরবিআই শেষবার ২০২০ সালের মে মাসে সুদের হার কমিয়েছিল। সেই সময়, কোভিডের সময় দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আরবিআই রেপো রেট ০.৪০ শতাংশ (৪০ বেসিস পয়েন্ট) কমিয়েছিল।

আরবিআই গভর্নর হওয়ার পর সঞ্জয় মালহোত্রার প্রথম বৈঠক
শক্তিকান্ত দাসের পর ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর নিযুক্ত হন সঞ্জয় মালহোত্রা। তাঁর নেতৃত্বে এটিই ছিল প্রথম এমপিসি সভা। সঞ্জয় মালহোত্রা হলেন আরবিআইয়ের ২৬তম গভর্নর। তিনি ১১ ডিসেম্বর, ২০২৪ তারিখে ৩ বছরের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপরই অর্থনীতি চাঙ্গা করতে প্রায় ৫ বছরের মধ্যে প্রথমবারের মতো সুদের হার কমালো আরবিআই। মুদ্রানীতি কমিটি (এমপিসি) সর্বসম্মতিক্রমে মূল সুদের হার ৬.৫% থেকে কমিয়ে ৬.২৫% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন, আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা।

RBI