বাঁদরের বাঁদরামোতে আগ্রায় মৃত্যু ১২ দিনের সদ্যোজাতর

মায়ের কোল থেকে ১২ দিনের এক সদ্যোজাতকে কেড়ে নিয়ে আছাড় মারল বাঁদর। যার জেরে মৃত্যু হল ওই সদ্যোজাতর। এমন ঘটনারই সাক্ষী হয়েছে আগ্রা।

মায়ের কোল থেকে ১২ দিনের এক সদ্যোজাতকে কেড়ে নিয়ে আছাড় মারল বাঁদর। যার জেরে মৃত্যু হল ওই সদ্যোজাতর। এমন ঘটনারই সাক্ষী হয়েছে আগ্রা।

author-image
IE Bangla Web Desk
New Update
monkey, বাঁদর

বাঁদরের আক্রমণে আগ্রাতে মৃত্যু সদ্যোজাতর। প্রতীকী ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

গতমাসেই উত্তরপ্রদেশের টিকরি গ্রামে মানুষ খুনের অভিযোগ উঠেছিল বাঁদর কুলের বিরুদ্ধে। গত ১৭ অক্টোবর বাঁদরদের ছোড়া পাথরের ঘায়ে জখম হয়ে মৃত্যু হয়েছিল ৭০ বছর বয়সী এক ব্যক্তির, এমন অভিযোগ ঘিরেই শোরগোল পড়ে গিয়েছিল। সেই যোগীরাজ্যে আবারও বাঁদরদের উৎপাতের ঘটনা সামনে এল। আবারও মানুষ খুনের অভিযোগ উঠল বাঁদরের বিরুদ্ধে। মায়ের কোল থেকে ১২ দিনের এক সদ্যোজাতকে কেড়ে নিয়ে আছাড় মারল বাঁদর। যার জেরে মৃত্যু হল ওই সদ্যোজাতর। এমন ঘটনারই সাক্ষী হয়েছে আগ্রার মহল্লা কাছেরা এলাকা।

Advertisment

এ ঘটনা প্রসঙ্গে মৃত শিশুর পরিবার সূত্রে জানা গিয়েছে যে, সোমবার সন্ধ্যায় শিশুপুত্রকে কোলে নিয়ে খাওয়াচ্ছিলেন। আচমকাই একটা বাঁদর এসে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পরই বাঁদরকে ধাওয়া করে শিশুটির পরিবারের সদস্যরা। পরে তাঁরা দেখেন যে, এক প্রতিবেশীর ছাদে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সদ্যোজাত। সঙ্গে সঙ্গেই ওই সদ্যোজাতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রথমে সদ্যোজাতর মৃত্যুর কথা মানতে না পারায় শিশুটির পরিবার অন্য একটি হাসপাতালে যায়। সেখানেও চিকিৎসকরা একই কথা জানান।

আরও পড়ুন, কী কাণ্ড! বাঁদরের নামে এফআইআর!

উল্লেখ্য, আগ্রাতে দিনদিন বাঁদরদের উপদ্রব বাড়ছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। সে এলাকায় বাঁদররা টাকা লুঠও করছে বলে দাবি করেছেন বাসিন্দারা। বিশেষত, মহিলা ও শিশুদের উপর বাঁদররা আক্রমণ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ প্রসঙ্গে বিজয় নগর কলোনির এক বাসিন্দা সীমা গুপ্তা বলেন, ‘‘ভয়ে কেউ বাড়ির ছাদে যেতে পারেন না। অনেকেই লোহার জাল দিয়ে বাড়ির আশপাশ ঘিরে রেখেছেন। আপনি দরজা খুলে যেতেই পারবেন না কোথাও কিংবা খোলা আকাশে বসতেও পারবেন না।’’

Advertisment

Read the full story in English

national news