Advertisment

কেরালায় দেরিতে আসছে বর্ষা

২০১৭ সালে নির্দিষ্ট দিনের দু'দিন আগে ৩০ মে বর্ষা ঢুকেছিল দেশে। ২০১৮ সালে ২৯ মে বর্ষার আগমন হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এবার বর্ষা ঢুকছে ৫ দিন পর

কেরালা দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করার কথা ছিল ১ জুন। নির্দিষ্ট দিনের পাঁচ দিন পর দেশে বর্ষা ঢুকবে বলে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

Advertisment

২০১৭ সালে নির্দিষ্ট দিনের দু'দিন আগে ৩০ মে বর্ষা ঢুকেছিল দেশে। ২০১৮ সালে ২৯ মে বর্ষার আগমন হয়েছিল।

আরও পড়ুন, কাঞ্চনজঙ্ঘার শীর্ষে বাংলার পর্বতারোহী দল

আবহাওয়া দফতর জানিয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চলতি সপ্তাহের শেষেই বর্ষা এসে পড়ার কথা। সাধারণত ১০ থেকে ১৫ মে-র মধ্যে যে কোনও সময়ে বর্ষার আগমন হয়।

পুর্বাভাসে বলা হয়েছে "আবহাওয়া অনুকূল থাকলে ১৮ থেকে ১৯ মে'র মধ্যে বর্ষা আসতে পারে আন্দামান নিকোবরে"।

সম্প্রতি আবহাওয়া দফতর জানিয়েছে দেশের আবহাওয়ার পরিবর্তনের ফলে নানা পরিবর্তন আসছে ফলনের ক্ষেত্রে। বিশেষ করে লক্ষ করা গিয়েছে কেরালার ওয়েনাড়ে উল্লেখযোগ্য রকম পরিবর্তন এসেছে আম এবং কমলালেবুর ফলনে। আম বেশি মিষ্টি হচ্ছে, আবার কমলালেবু হচ্ছে টক।

Read the full story in English

monsoon
Advertisment