Advertisment

Monsoon: কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টি চলবে

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে, উত্তাল হতে পারে সমুদ্র, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আগামীকাল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনা। প্রতীকী ছবি।

শহরে যে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে একথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস এও জানিয়েছিল আগামিকাল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যার জেরে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisment

আজ হাওয়া অফিস জানিয়েছে দুপুর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে শুরু হওয়া বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে ঘণ্টা দুয়েক।

আরও পড়ুন, Monsoon: প্রাক বর্ষার বৃষ্টি শুরু রাজ্যে!

আলিপুরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ছাড়াও দুই ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর ও নদীয়ায় বৃষ্টি হবে আগামী দুদিন। এই সময়ে সমুদ্র উত্তাল হওয়ার পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। পরবর্তী নোটিশের আগে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

rain monsoon
Advertisment