Advertisment

ম্যাক্রোঁর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন, কংগ্রেস বিধায়ক-সহ ২ হাজার বিক্ষুব্ধের বিরুদ্ধে FIR

ওইদিন ইকবাল ময়দানে বিক্ষোভকারীরা ফ্রান্সের জাতীয় পতাকা, ম্যাক্রোঁর পোস্টার পোড়ান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইসলাম বিরোধী মনোভাবের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এখন গোটা মুসলিম দুনিয়ার কাছে ভিলেন। তুরস্ক, ইরান, পাকিস্তান, সৌদি আরবের মতো মুসলিম দেশ ফরাসি প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করেছেন। তবে মহম্মদের কার্টুনকাণ্ডে সন্ত্রাসের তীব্র নিন্দা করে ফ্রান্সের পাশে দাঁড়িয়েছে ভারত। কিন্তু এটা ভাল চোখে দেখছে না ভারতের মুসলিম সমাজ। বৃহস্পতিবার ভোপালের ইকবাল ময়দানে বিরাট সমাবেশ করেন মুসলিমরা। ম্যাক্রোঁ বিরোধী পোস্টার-ব্যানার নিয়ে মুসলিমদের বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার অভিযোগে কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ।

Advertisment

আরিফ মাসুদ নামে ওই কংগ্রেস বিধায়ক-সহ ২০০০ প্রতিবাদীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভোপাল পুলিশ। অভিযোগ, কোভিড বিধি ভেঙে প্রায় ৫ হাজার মানুষের জমায়েত করা হয়েছিল। হোয়াটসঅ্যাপ-সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। তবে কংগ্রেস বিধায়ক পাল্টা জানিয়েছেন, প্রচুর জনসমাগম হলেও শান্তিপূর্ণ ভাবেই কর্মসূচি পালন করা হয়। কোভিড বিধিভঙ্গের অভিযোগ অস্বীকার করেছেন মাসুদ।

আরও পড়ুন সৌদির নতুন মুদ্রায় ভারতের মানচিত্রে কাশ্মীর বাদ, ক্ষুব্ধ বিদেশমন্ত্রক

ওইদিন ইকবাল ময়দানে বিক্ষোভকারীরা ফ্রান্সের জাতীয় পতাকা, ম্যাক্রোঁর পোস্টার পোড়ান। ফরাসি সামগ্রী যেমন গারনিয়ের, রেনো গাড়ি, ডিওরের মতো জিনিস বয়কট করার শপথ নেন। এদিন মহকুমা শাসকের কাছে বিক্ষোভকারীর স্মারকলিপি দিয়ে দাবি করেন, বিদেশমন্ত্রকের মারফত ভারত সরকার যেন ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে বলে। ভোপালের ডিআইজি ইরশাদ আলি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, কংগ্রেস বিধায়ক-সহ ২ হাজার প্রতিবাদীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বিনা অনুমতি এই জমায়েত করা হয়েছে বলে দাবি তাঁর। যদিও মাসুদ পুলিশের দাবিকে নস্যাৎ করে বলেছেন, বড় নির্বাচনী সভা, মিটিং-মিছিলকে অনুমতি দেওয়ার সময় পুলিশ কোভিড বিধি মনে রাখতে পারছে না।

Advertisment

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

france Emmanuel Macron Prophet Muhammad
Advertisment