Advertisment

পাথরবাজদের শায়েস্তা করতে কড়া আইন আনছে মধ্যপ্রদেশ সরকার

উজ্জয়নী, ইন্দোর ও মান্দসরের মতো এলাকায় সম্প্রতি হিন্দুত্ববাদী সংগঠনের মিছিলে পাথর ছোঁড়ার মতো ঘটনায় ব্যাপক অশান্তি হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লাভ জিহাদের পর আবার নয়া আইন আনতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। এবার পাথরবাজদের জব্দ করতে কড়া পদক্ষেপ করবে শিবরাজ সিং চৌহান প্রশাসন। পাথর ছুঁড়ে কোনও সরকারি কর্মীকে আহত বা সম্পত্তি নষ্ট করলে দোষীর সম্পত্তি নিলামে তুলে ক্ষতিপূরণ আদায় করবে সরকার। রবিবার এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisment

উজ্জয়নী, ইন্দোর ও মান্দসরের মতো এলাকায় সম্প্রতি হিন্দুত্ববাদী সংগঠনের মিছিলে পাথর ছোঁড়ার মতো ঘটনায় ব্যাপক অশান্তি হয়। দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়। মসজিদ ও মুসলিম বাসিন্দাদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যার জেরে তীব্র সমালোচনার মুখে পড়ে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা। এরপরই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন উত্তরপ্রদেশে শ্মশানের ছাদ ভেঙে বড় বিপত্তি, মৃত ২১, আশঙ্কাজনক বহু মানুষ

রবিবার রাজধানী ভোপালে শিবরাজ বলেন, "পাথরবাজরা সমাজের শত্রু। এটা কোনও ছোট অপরাধ নয়। এতে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। হিংসার উদ্রেক ও আইন-শৃঙ্খলার অবনতি হয়। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে আইনের শাসন থাকবে। কোনও অপরাধীকে ছাড়া হবে না। এখন ছোট অপরাধ মনে হলেও আমরা এমন আইন আনছি যাতে অপরাধীকে ক্ষতিপূরণ দিতে হবে।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Shivraj Singh Chouhan Madhya Pradesh Stone Pelters
Advertisment