Advertisment

‘লাভ জিহাদ’ রুখতে আইন আনার কথা ভাবছে হরিয়ানা সরকার

‘লাভ জিহাদ’ প্রসঙ্গে অনিল ভিজ বলেছেন, ‘‘হরিয়ানায় লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনার কথা ভাবছি’’।

author-image
IE Bangla Web Desk
New Update
অনিল ভিজ, , anil vij

অনিল ভিজ।

‘লাভ জিহাদ’ রুখতে আইন আনার কথা ভাবছে হরিয়ানা সরকার। শুক্রবার বিধানসভায় এমনটাই জানালেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। এ ব্য়াপারে হিমাচলপ্রদেশের থেকে তথ্য় চাওয়া হয়েছে। এ ইস্য়ুতে গত বছর বিল পাস করেছিল হিমাচলপ্রদেশ বিধানসভা।

Advertisment

‘লাভ জিহাদ’ প্রসঙ্গে অনিল ভিজ বলেছেন, ‘‘হরিয়ানায় লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনার কথা ভাবছি’’।

প্রসঙ্গত, কয়েকদিন আগে ফরিদাবাদে প্রকাশ্য়ে এক কলেজ ছাত্রীকে গুলি করে খুনের ঘটনায় শোরগোল পড়ে যায়। এ ঘটনায় বছর একুশের তৌসিফ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তরুণীর পরিবারের দাবি, বিয়ে করার জন্য় চাপ দিত তৌসিফ। ২ বছর আগে ওই তরুণীকে তৌসিফ অপহরণ করেছিল বলেও অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: লাভ জিহাদের নামে ধর্মান্তকরণ বরদাস্ত নয়, কড়া আইন আনছে কর্ণাটক সরকার

তরুণীর বাবা জানিয়েছেন, ‘‘...তৌসিফ আমাদের মেয়েকে হেনস্থা করত…গত কয়েকদিনে ও (তৌসিফ) বিয়ের জন্য় চাপ দিচ্ছিল। এজন্য় আমাদের মেয়েকে ধর্ম বদলে ফেলার কথা বলেছিল…কিন্তু ও(তরুণী) রাজি ছিল না। মেয়েকে ওর (তৌসিফ) সঙ্গে যেতে বলেছিল তৌসিফ। রাজি না হওয়ায় আমাদের মেয়েকে অপহরণ করার চেষ্টা করে, তারপর গুলি চালায়’’।

কিছুদিন আগে, জৌনপুরে এক সভায় যোগী আদিত্য়নাথ বলেছেন, ‘‘এলাহাবাদ হাইকোর্ট বলেছে, বিয়ের জন্য় ধর্ম বদলের প্রয়োজন নেই। লাভ জিহাদ রুখতে কাজ করবে সরকার, আমরা আইন প্রণয়ন করব’’।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment