/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/corona-ex1.jpg)
বিগত কয়েকদিন ধরেই ভারতে কমেছে করোনার দাপট। কমেছে মৃত্যু। বেড়েছে সুস্থতার হার। এই প্রেক্ষাপট কতটা আশাপ্রদ? কতটা নিরাপদ? দেশের শীর্ষ তিনি স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: রণদীপ গুলেরিয়া, ডা: গগনদীপ কাং এবং ডা: চন্দ্রকান্ত লাহারিয়া জানাচ্ছেন করোনায় মৃত্যুর হার কমতির দিকে এটা ভাল লক্ষণ, কিন্তু এর সঙ্গে সংক্রমণের যোগসূত্র নেই। ভারতকে আরও অনেক কোভিড ঝড় দেখতে হতে পারে।
এই বিশ্বজোড়া অতিমারী নিয়ে একটি বই লিখেছেন এই তিন শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ। বইটির নাম- Till We Win: India’s Fight Against Covid-19 Pandemic। ডা: গুলেরিয়া, এমসের ডিরেক্টর, দেশের শীর্ষ পালমনোলজিস্ট এবং সরকারের কোভিড -১৯ টাস্ক ফোর্সের সদস্য। ডা: গগনদীপ কাং বিশ্বখ্যাত ভ্যাকসিন এবং সংক্রামক রোগ গবেষক এবং ডাঃ লাহারিয়া একজন শীর্ষস্থানীয় জননীতি প্রস্তুতকারক এবং স্বাস্থ্য ব্যবস্থার বিশেষজ্ঞ। তাঁরা তিনজনেই বলেন, "করোনা ভাইরাস আমাদের সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে গিয়েছে। আমরা কেউই ব্যক্তিগতভাবে কিংবা দেশ হিসেবে প্রস্তুত ছিল না।"
আরও পড়ুন, এক লাফে বাংলায় কমল অ্যাক্টিভ কেস, বাড়ল করোনা-মুক্তের সংখ্যা
এই বইটিতে করোনার পরবর্তী প্রভাব এবং অতিমারী পরবর্তী কী সঙ্কট আসতে চএছে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। ডা: গুলেরিয়া দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, "আমরা যখন বইটি লিখতে শুরু করি তখন আমাদের মূল লক্ষ্য ছিল সংক্রমণ কমানো এবং মৃত্যু প্রতিরোধ করা। কিন্তু এখন সংক্রমণের থেকো সকলে সুস্থ হয়ে উঠছে, চিন্তা থাকছে তাই পরবর্তী স্বাস্থ্য নিয়ে। অনেকে খুব সামান্য আক্রান্ত হচ্ছে এবং সুস্থ হচ্ছে। কিন্তু যারা কয়েক সপ্তাহ ধরে এই রোগে ভুগছে তাঁদের ক্ষেত্রে ফুসফুস-হার্টে দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে। তাঁদের বাড়তি যত্নের প্রয়োজন। সেগুলি কীভাবে করা যায় তাঁর জন্য আমাদের পরবর্তী পর্যায়ে যেতে হবে।"
আরও পড়ুন, মাস্ক এবং সামাজিক দূরত্ব বিধি মানতেই দেশে কমল আক্রান্তের সংখ্যা
তিনি এও বলেন ভারতের করোনা আরও দাপট দেখাবে। কোভিড আক্রমণের সর্বোচ পর্যায় তিনি বিশেষজ্ঞ বলেন, "ভারতে কতবার করোনা সংক্রমণ সর্বোচ্চ শিখরে পৌঁছেছে তা বলা সম্ভব নয়। সেগুলি আদেও সর্বোচ্চ ছিল কি না বা হলেও কতবার তাঁর জবাব অতিমারীর শেষের দিকে বলা যেতে পারে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন