উৎসবের রেশ শেষ। বাংলায় করোনা দাপট কিছুটা হলেও স্তিমিত হয়েছে। রবিবার রাজ্যে বেশ কিছুটা কমেছে করোনা ভাইরাসের আক্রমণ। বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ৪ হাজার থেকে কমেছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৭ জন। এ নিয়ে রবিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭৭ হাজার ৬৫১। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৬ হাজার ৭৬১। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৪ হাজার ৫৩ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার ৯৯০ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে ৮৮.৪৪ শতাংশ।গত ২৪ ঘন্টায় রাজ্যে আরও ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৬৯০০।
আরও পড়ুন, “আত্মমর্যাদা থাকলে ধর্ষণের পর মেয়েরা নিজেরাই নিজেদের মেরে ফেলবে”
অ্যাক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬৯৭১। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৬৬৮৯), দক্ষিণ ২৪ পরগনা (২৭৮১), নদিয়া (২১১০), পশ্চিম মেদিনীপুর (১৭৬২), হুগলি (১৬৬৪), হাওড়া (১৬৭৬), পূর্ব মেদিনীপুর (১৪৮৯)।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার ৪৪ হাজার ৪৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪৬ লক্ষ ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯৪টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৯, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৮১১, মোট আইসিউ বেডের সংখ্য়া ১৮০৯। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১০৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন