Advertisment

সৈকত, পার্কে বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত নো এন্ট্রি, কার্ফু জারি মুম্বই পুলিশের

দৈনিক করোনা সংক্রমণের হাইজাম্প উদ্বেগ বাড়িয়েছে পুলিশ-প্রশাসনের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মুম্বই পুলিশ। ফাইল ছবি

মুম্বইয়ে দৈনিক করোনা সংক্রমণের হাইজাম্প উদ্বেগ বাড়িয়েছে পুলিশ-প্রশাসনের। দৈনিক সংক্রমিতের ৩৭ শতাংশই ওমিক্রন আক্রান্ত। যা চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। এই পরিস্থিতিতে বড়সড় সিদ্ধান্ত নিল মুম্বই পুলিশ। শুক্রবার থেকে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত শহরের সৈকত, খেলার মাঠ, পার্ক এবং অন্যান্য পাবলিক প্লেসে বিকেল ৫টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কার্ফু জারি হল। জমায়েত-ভিড় নিয়ন্ত্রণ করতে এই সিদ্ধান্ত নিয়েছে মুম্বই পুলিশ।

Advertisment

যদিও বর্ষবরণের কথা মাথায় রেখে শহরের রেস্তরাঁ, জিমখানা, স্পা, সিনেমা হলগুলিতে ৫০ শতাংশ মানুষের অনুমতি দিয়েছে পুলিশ। জানা গিয়েছে, ১৪৪ ধারার অন্তর্গত এই নির্দেশিকায় মুম্বই পুলিশের মুখপাত্র চৈতন্য এস জানিয়েছেন, নিয়ম ভাঙলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় মামলা দায়ের হবে অভিযুক্তের বিরুদ্ধে। সেইসঙ্গে মহামারী আইন এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনে মামলা হবে।

আরও পড়ুন মুম্বইয়ে ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ! জিন বিন্যাস রিপোর্টে এক-তৃতীয়াংশ পজিটিভ কেস

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বৃহন্মুম্বই পুরনিগমের তরফে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিয়ে, সামাজিক অনুষ্ঠান, জমায়েত, সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় জমায়েতের ক্ষেত্রে ৫০ জনকে অনুমতি দেওয়া হবে। অন্ত্যেষ্টি অনুষ্ঠানের ক্ষেত্রে সর্বাধিক ২০ জনকে ছাড় দেওয়া হবে। পুরনিগমের নির্দেশ লঙ্ঘন করলে পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করবে।

আগেই পুরনিগম বর্ষবরণের পার্টি, বা কোনওধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে। ৭ জানুয়ারি পর্যন্ত কোনও রকম খোলা জায়গায় ৫ জনের বেশি মানুষকে ছাড় দেওয়া হবে না। পাবলিক প্লেসে রাত ৯টা থেকে ভোর ছটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি হয়েছে।

Omicron variant coronavirus Mumbai Police
Advertisment