ফেসবুকে 'হিন্দু বিরোধী' ও 'ব্রাহ্মণ-বিরোধী' পোস্ট করার অভিযোগে আটক করা হয়েছে ৩৮ বছরের এক ডাক্তারকে। ঘটনাটি ঘটেছে বাণিজ্য শহর মুম্বইয়ে। ভিখরোলির বাসিন্দা রবীন্দ্র তিওয়ারির অভিযোগে শনিবার ডাক্তার সুনীলকুমার নিশাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। যে অভিযোগের ভিত্তিতে ভিখরোলির পার্ক সাইট পুলিশ গ্রেফতার করে ওই চিকিৎসককে।
অভিযোগের ভিত্তিতে সুনীলকুমার নিশাদের ফেসবুক প্রোফাইলের দু-দিনের পোস্ট যাচাই করে দেখে পুলিশ। তারপরই বুধবার দক্ষিণ মুম্বই থেকে গ্রেফতার করা হয় তাঁকে। বৃহস্পতিবার নিশাদকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ভয়েস কলিং দিয়ে হ্যাক হচ্ছে আপনার ফোন, এখনই আপডেট করুন হোয়াটসঅ্যাপ
সিনিয়র ইন্সপেক্টর বিলাস যাদব বলেন, "তিওয়ারির বয়ানের ভিত্তিতে আমরা ভারতীয় দণ্ডবিধির ২৯৫ (ক) (ইচ্ছাকৃতভাবে ধর্ম বা ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির ওপর আঘাত করা) ধারার অধীনে ফৌজদারি মামলা করেছি। আমরা গত দু-দিন ব্যপী খোঁজ চালাচ্ছিলাম। বুধবার মুম্বই বিশ্ববিদ্যালয়ের ফোর্ট ক্যাম্পাস থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।"
তিওয়ারি ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, গত দুবছর ধরে "হিন্দু ও ব্রাক্ষণ-বিরোধী" পোস্ট করে চলেছেন নিশাদ। তিনি বলেন, "আমরা একই এলাকায় থাকি এবং অনেকভাবে তাঁকে বলার চেষ্টা করেছি যে এ ধরনের পোস্ট করবেন না। তিনি বলেন, যদি আমাদের কোন সমস্যা হয়, তাহলে আমাদের পুলিশের কাছে অভিযোগ করা উচিত। গত কয়েকদিন ধরে তিনি অপমানজনক পোস্ট করেছেন, তাই আমরা পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।" পুলিশ সূত্রে খবর, প্রায় ছয় মাস আগে নিশাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছিলেন আরেক স্থানীয় বাসিন্দা ।
আরও পড়ুন: কেন কিনবেন ওয়ান প্লাস সেভেন প্রো ?
নিশাদ একজন হোমিওপ্যাথির চিকিৎসক। নিজেকে BAMCEF সদস্য হিসাবে পরিচয় দেন। উল্লেখ্য, BAMCEF বা সংখ্যালঘু সম্প্রদায় কর্মচারী সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন প্রয়াত বহুজন সমাজ পার্টি নেতা কাঁসি রাম। নিশাদ, যাঁর ফেসবুক ফ্রেন্ডের সংখ্যা ৪,৯৯৬, তাঁর অন্যান্য পোস্টের সঙ্গে ইভিএম মেশিনের কারচুপি এবং বিজেপির ভোপাল লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুরকে নিয়েও সমালোচনামূলক পোস্ট করেন।
Read the full story in English