Advertisment

মুম্বইয়ের বহুতলে অগ্নিকাণ্ডে মৃত ৪

মুম্বইয়ের দাদর এলাকায় একটি অভিজাত বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৪ জনের মৃত্য়ু হল। অগ্নিকাণ্ডে জখম হয়েছেন আরও ১৬ জন। এদিন সকালে ওই বহুতলের ১৩ তলায় আগুন লাগে।

author-image
IE Bangla Web Desk
New Update
mumbai fire, মুম্বইয়ে আগুন

মুম্বইয়ের বহুতলে অগ্নিকাণ্ডে মৃত ৪, আহত ১৬। ছবি: প্রশান্ত নাড়কর, ইন্ডিয়ান এক্সপ্রেস।

ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাণিজ্য নগরীতে। মুম্বইয়ের দাদর এলাকায় একটি অভিজাত বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে চার জনের মৃত্যু হল। অগ্নিকাণ্ডে জখম হয়েছেন আরও ১৬ জন। এদিন সকালে ওই বহুতলের ১৩ তলায় আগুন লাগে। পরে ওই আগুন অন্যান্য তলায়ও দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের ২০টি ইঞ্জিন। প্রথমে ২০ জনকে উদ্ধার করে পারেলে কেইএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই ৪ জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে দু'জনকে চিহ্নিত করা হয়েছে, তাঁরা হলেন শুভদা শেলকে (৬২) ও বাবলু শেখ (৩৬)। বাকি দু'জনকে এখনও চিহ্নিত করা যায়নি।

Advertisment

mumbai fire, মুম্বইয়ে আগুন মুম্বইয়ের এই বহুতলেই আগুন লাগে। এক্সপ্রেস ছবি: প্রশান্ত নাড়কর 

এদিনের অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে মুম্বই দমকল বাহিনীর প্রধান আধিকারিক প্রভাত রাহাঙ্গডালে বলেন, "সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ ওই বহুতলের ১৩ তলায় প্রথমে আগুন লাগে। চারিদিকে ধোঁয়ায় ঢেকে যায়। অগ্নিকাণ্ডের জেরে বেশ কয়েকজন বাসিন্দা ভিতরে আটকে পড়েন।'' প্রথমে ক্রিস্টাল টাওয়ারের ১৩ তলায় আগুন লাগলেও পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে ১৪, ১৫ ও ১৬ তলায়। বহুতলে আরও কেউ আটকে রয়েছেন কিনা তা দেখা হচ্ছে। জোরকদমে ওই বহুতলে দমকল উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন, সংযুক্ত আরব আমিরশাহীর ৭০০ কোটি টাকা ছুঁতে পারবে না কেরালা!

অগ্নিকাণ্ডে জখমদের প্রসঙ্গে কেইএম হাসপাতালের ডিন চিকিৎসক অবিনাশ সুপে বলেন, "২০ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়, যাঁদের মধ্যে ৪ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি ১৬ জনের অবস্থা এখন স্থিতিশীল।" আহতদের শরীরের কিছু অংশ আগুনে পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। অনেকে অগ্নিকাণ্ডের আতঙ্কেও অসুস্থ হয়ে পড়েছেন।

national news mumbai mumbai fire
Advertisment