Advertisment

তুমুল বৃষ্টিতে ভাসছে মুম্বই, মৃত কমপক্ষে ২৬

আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার মুম্বইয়ে ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। আজ সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
rain, বৃষ্টি, mumbai, মুম্বই

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারী বর্ষণে বিপর্যস্ত বাণিজ্যনগরী। বৃষ্টি-বিপর্যয়ে মুম্বইয়ের মালাডে পাঁচিল ভেঙে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৬ জনের। এ ঘটনায় জখম হয়েছেন আরও অনেকে। কমপক্ষে ১৩ জনকে কান্দিভেলির যোগেশ্বরী ও শতাব্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃষ্টির জেরেই দেওয়াল ধসে ওই বিপত্তি ঘটেছে বলে মনে করা হচ্ছে।

Advertisment

আরও পড়ুন: বছর না ঘুরতেই বেহাল স্ট্যাচু অফ ইউনিটির গ্যালারি, দেখুন ভিডিও

এদিকে টানা বৃষ্টির জেরে কার্যত ভাসছে মুম্বই। আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার মুম্বইয়ে ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। আজ সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জল বাঁচানোর আর্জি মোদীর

মুম্বইয়ে প্রবল বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে রেল ও বিমান পরিষেবা। ভারী বৃষ্টির জেরে মঙ্গলবার মুম্বইয়ে ৫২টি বিমান বাতিল করা হয়েছে। অন্যদিকে, ৫৪টি বিমানের গতিপথ বদল করা হয়েছে। কুরলা, পানভেল জংশন, তিলক নগর স্টেশনে বৃষ্টির জলে ডুবেছে রেললাইন। অধিকাংশ রেলপথ জলমগ্ন হওয়ায় লোকাল ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হচ্ছে বলে মধ্য রেল সূত্রে খবর।

Read the full story in English

national news mumbai
Advertisment