Mysore-Darbhanga Express: তামিলনাড়ুর তিরুভাল্লুরে একটি মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর মাইসুরু থেকে দারভাঙ্গাগামী বাগমতী এক্সপ্রেসে আগুন ধরে গেল। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, দুটি বগিতে আগুন ধরে গিয়েছে। পাশাপাশি কমপক্ষে, তিনটি কামরা বেলাইন হয়েছে। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। রাত ৮টা ৫০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সময় ১২৫৭৮ মহীশূর-দারভাঙ্গা এক্সপ্রেস লুপ লাইনে প্রবেশ করেছিল। সেই সময় কাভারপেট্টাই রেলওয়ে স্টেশনের কাছে মালগাড়িটি দাঁড়িয়ে ছিল। সেই গাড়িতেই গিয়ে বাগমতী এক্সপ্রেস ধাক্কা মারে।
মাইসুরু কন্ট্রোল রুম | ৯৭৩১১৪৩৯৮১ |
মাইসুরু বিভাগীয় রেল আধিকারিক | ১৩৯ |
মাইসুরু রেল স্টেশন হেল্প ডেস্ক | ০৮২১-২৪২২৪০০ |
খবর পেয়ে রেলের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অ্যাম্বুল্যান্স এবং দমকল কর্মীদেরও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিরুভাল্লুরের জেলাশাসক জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করার চেষ্টা চলছে।
সমস্তিপুর ডিভিশনের হেল্পলাইন নম্বর | ০৬২৭৪-৮১০২৯১৮৮৪০ |
দানাপুর ডিভিশনের হেল্পলাইন নম্বর | ৯০৩১০৬৯১০৫ |
রেলওয়ে বোর্ডের তথ্য ও প্রচার বিভাগের নির্বাহী পরিচালক দিলীপ কুমার বলেছেন, 'ত্রাণ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। ৯০%-এরও বেশি যাত্রীকে দুর্ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সুস্থ থাকা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য চেন্নাই স্টেশন থেকে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা করা হচ্ছে।'
Will Mr. Vaishnaw call this another 'small' incident or will his minions try to spread fake news that miscreants are causing train accidents? In either case, the buck stops with him and he is answerable. #trainaccident #railways @AshwiniVaishnaw pic.twitter.com/5MrR9ggiTU
— Prof. Varsha Eknath Gaikwad (@VarshaEGaikwad) October 11, 2024
কাভারপেট্টাই চেন্নাই সংলগ্ন তিরুভাল্লুর জেলার অংশ। দুর্ঘটনার ফলে চেন্নাই-গুদুর সেকশনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
আরও পড়ুন- দক্ষিণ কোরিয়া থেকে প্রথমবার সাহিত্যে নোবেল, পুরস্কার পাওয়ার কথা শুনে চমকে গেলেন কাং
গুম্মিদিপুন্ডির বিধায়ক টিজে গোবিন্দরাজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। তাঁরা ট্রাক্টরের সাহায্যে উদ্ধারকারীদের দুর্ঘটনাস্থলে পৌঁছতে সাহায্য করেছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাঁদের চোট-আঘাত কম, প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলেই বিধায়ক জানিয়েছেন।