Advertisment

নন্দীগ্রাম ভোট মামলার শুনানি: শুভেন্দুর আবেদনে সাড়া দেবে সুপ্রিম কোর্ট?

নন্দীগ্রাম ভোট গণনা সংক্রান্ত মামলা পশ্চিমবঙ্গের বাইরে সরানোর আবেদন জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
IE Bangla Web Desk
New Update
Nandigram Election Counting Case in Supreme Court Updates

নজর আজ সুপ্রিম কোর্টে।

সুপ্রিম কোর্টে আজ নন্দীগ্রাম ভোট গণনা মামলার শুনানি হতে পারে। নন্দীগ্রাম ভোট গণনা সংক্রান্ত মামলা পশ্চিমবঙ্গের বাইরে সরানোর আবেদন জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতি এনভি রমান্না, বিচারপতি এএস বোপন্না এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চে এই আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। মামলাটি শীর্ষ আদালতে তালিকাভুক্ত হলেও শুনানি হয়নি। আজ সেই মামলার শুনানি হতে পারে সর্বোচ্চ আদালতে।

Advertisment

উল্লখ্য, একুশের ভোটে বাংলায় তৃতীয়বারের জন্য বিপুল সাফল্য নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল। জোড়াফুলের সেই নজরকাড়া সাফল্যেও কাঁটা হয়ে বিঁধেছিল নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও নন্দীগ্রামের ভোট-গণনায় কারচুপি হয়েছিল বলে শুরু থেকেই অভিযোগ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে ভোট পুনর্গণনার দাবি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত করেছেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন- ‘বিরোধিতা করুন, তবে সংসদ চলতে দিন’, প্রধানমন্ত্রীর বার্তাতেও হট্টগোল, মুলতুবি লোকসভা

তবে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রাম ভোট মামলা যে বিচারপতির এজলাসে প্রথমবার ওঠে তাঁকে বিজেপি ঘনিষ্ঠ বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। অন্য বিচারপতির বেঞ্চে মামলা পাঠানো হলেও পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। শেষমেশ নন্দীগ্রাম ভোট মামলা যায় বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে। যদিও এবার বেঁকে বসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিন রাজ্যে মামলা সরানোর আর্জি জানান তিনি। সুপ্রিম কোর্টে আবেদন করেন শুভেন্দু। আজ তাঁর সেই আবেদনের শুনানি হতে পারে শীর্ষ আদালতে।

supreme court Mamata Banerjee nandigram Suvendu Adhikari
Advertisment