Advertisment

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে টেলিফোন নরেন্দ্র মোদীর

পরপর তিনবার জয়ের জন্য হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মোদী । একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি যে তিনি ভোলেননি, সে কথা মনে করিয়ে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফোনে অভিনন্দন বার্তা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিপুল জয়ের জন্য অভিনন্দন জানালেন এ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন করে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মোদী। রবিবারে অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচনে ২৯৮ টি আসনের মধ্যে ২৯৭ টি আসনেই জিতেছে হাসিনার নেতৃত্বাধীন জোট।

Advertisment

পরপর তিনবার জয়ের জন্য হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মোদী । একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি যে তিনি ভোলেননি, সে কথা মনে করিয়ে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। মোদী ফোনে হাসিনাকে বলেছেন, “শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দুর্ধর্ষ উন্নয়নই প্রতিফলিত হয়েছে এই জয়ে“। বাংলাদেশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইশানুল খান পিটিআই-কে এ কথা জানিয়েছেন।

আরও পড়ুন, লীগের বিরুদ্ধে রিগিং-এর অভিযোগ, তবু শেষ হাসি হাসিনারই

এদেশের বিদেশমন্ত্রক জানিয়েছে, শেখ হাসিনার “দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে“ ভারত-বাংলাদেশের যৌথতা আরও বৃদ্ধি পাবে সে কথাই ফোনে জানিয়েছেন মোদী। দুজনের মধ্যে উষ্ণ সৌহার্দ্যের বিনিময় হয়েছে বলেও জানিয়েছে বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের তরফ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী হিসেবেই শুধু নয়, আঞ্চলিক উন্নয়ন, নিরাপত্তা এবং সহযোগিতা, এবং প্রতিবেশীই প্রথম- নীতিতে বাংলাদেশকে যে ভারত অগ্রাধিকার দিয়ে আসছে সে কথা ফোনে শেখ হাসিনাকে আরও একবার জোরের সঙ্গে মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন, দুই তরফের মৌলবাদ ও বাংলাদেশের নির্বাচন

বিদেশমন্ত্রক বলেছে, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে প্রথম নেতা হিসেবে ফোন করে অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ দিয়েছেন। বাংলাদেশের উন্নয়নে দৃঢ় ও উদার সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ দিয়েছেন তিনি, একই সঙ্গে প্রতিশ্রুতির পুনরুচ্চারণের জন্য় ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদীকে।“

শেখ হাসিনাকে ফোন করার পর সে নিয়ে টুইটও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেখ হাসিনার জয়ে ভারতের খুশি হওয়াই স্বাভাবিক। গত এক দশক ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সুবাদে বেশ কিছু সুবিধা পেয়েছে ভারত। নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা মিলে ১৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন এবং ৯০টিরও বেশি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছেন দুজনে। এর মধ্যে রয়েছে মহাকাশ, তথ্য প্রযুক্তি, ইলেক্ট্রনিক্স, সাইবার নিরাপত্তা ইত্যাদির মত বিষয়। নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার মধ্যে গত পাঁচ বছরে ১০টি বৈঠক হয়েছে, হয়েছে ৬টি ভিডিও কনফারেন্স। পাঁচবার টেলিফোনে কথাবার্তা হয়েছে দুজনের।

Read the Full Story in English

Sheikh Hasina PM Narendra Modi
Advertisment