Advertisment

‘‘উদ্বিগ্ন নাগরিক হিসেবেই বলেছি, কী ভুল করেছি?’’

‘‘যদি ওঁদের সমালোচনা করার অধিকার থাকে, তবে আমারও আছে। আমার দেশের প্রতি উদ্বিগ্ন হয়েই আওয়াজ তুলেছি। দেশকে আমি ভালবাসি...আমার উদ্বেগ প্রকাশ করেছি। কী ভুল করেছি?’’

author-image
IE Bangla Web Desk
New Update
Naseeruddin Shah, নাসিরুদ্দিন শাহ

নাসিরুদ্দিন শাহ, ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

“বিষ তো ছড়িয়ে গিয়েছে, এখন জিন আবার বোতলে পোরা খুব কঠিন কাজ’’, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এমন মন্তব্যই করেছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বুলন্দশহরের ঘটনার প্রেক্ষিতে বলিপাড়ার ওই প্রবীণ অভিনেতা আক্ষেপের সুরে বলেছিলেন, “পুলিশ মৃত্যুর চেয়ে গোহত্যার গুরুত্ব এখন অনেক বেশি।’’ অভিনেতার এহেন মন্তব্যে শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে। নাসিরুদ্দিনের মন্তব্যের সমালোচনা করতে গিয়ে গেরুয়া শিবির বলেছে, ‘‘এটা চটকদারি প্রচার।’’ তারই জবাব দিতে এদিন ফের মুখ খুললেন অভিনেতা।

Advertisment

শুক্রবার এ প্রসঙ্গে নাসিরুদ্দিন বলেন, ‘‘দেশের একজন উদ্বিগ্ন নাগরিক হিসেবে আমার বক্তব্য পেশ করেছি। আগেও এমন কথা বলেছি। জানি না কেন এবার এমন কথা বলায় বিশ্বাসঘাতকতার তকমা দেওয়া হচ্ছে।’’ তাঁর মন্তব্য নিয়ে শোরগোল পড়ায় তিনি ‘অবাক’ হয়েছেন বলেও এদিন জানিয়েছেন অভিনেতা। নাসিরুদ্দিন আরও বলেছেন, ‘‘যদি ওঁদের সমালোচনা করার অধিকার থাকে, তবে আমারও আছে। আমার দেশের প্রতি উদ্বিগ্ন হয়েই আওয়াজ তুলেছি। দেশকে আমি ভালবাসি...আমার উদ্বেগ প্রকাশ করেছি। কী ভুল করেছি?’’

আরও পড়ুন, “পুলিশের মৃত্যুর চেয়ে গোহত্যার প্রাসঙ্গিকতা এখন অনেক বেশি”

‘কারবান-ই-মহব্বত ইন্ডিয়া’ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় নাসিরুদ্দিন বলেছিলেন, যাঁরা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছেন, তাঁরা শাস্তি পাচ্ছেন না, ছাড় পেয়ে যাচ্ছেন। এই ঘটনা অভিনেতাকে খুবই ভাবাচ্ছে। অভিনেতা বলেছেন, “আমার সন্তানদের জন্য আমার খুব ভয় হয়। ওদের কোনও ধর্ম নেই। আমার শৈশবে আমি ধর্ম শিক্ষা পেয়েছি। আমার স্ত্রী রত্না খুব উদারনৈতিক পরিবারের মেয়ে, ও সেরকম কিছুই পায়নি। আমি ভয় পাচ্ছি, আগামিকাল একদল লোক যদি আমার সন্তানদের ঘিরে ধরে প্রশ্ন করে, ‘তোমরা হিন্দু না মুসলিম?, ওঁদের কাছে কোনও জবাব থাকবে না”।

অন্যদিকে, বিরাট কোহলিকে নিয়ে অভিনেতার মন্তব্য নিয়ে কয়েকদিন আগেই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। টুইট করে নাসিরুদ্দিন শাহ লেখেন, “বিরাট কোহলি পৃথিবীর সবচেয়ে অসভ্য প্লেয়ার। গ্রেট ব্যাটসম্যান ঠিকই। কিন্তু সেই গ্রেটনেস ম্লান হয়ে যায় মাঠে ওঁর ভাবভঙ্গি আর দুর্ব্যবহারে।” এ সমালোচনা প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘‘ওঁরা অমনই বলবেন। আপনারা বলতে পারেন, অস্ট্রেলিয়া দল আমায় বিরাট কোহলির বিরুদ্ধে বলতে বলেছিলেন।’’

national news
Advertisment