বিমান সংস্থা স্পাইস জেটের ওপর ক্ষুব্ধ জাতীয় মহিলা কমিশন। মহিলা ফ্লাইট অ্যাটেনডেন্টদের 'রেড হট গার্লস' বলে টুইট করেছে বিমান সংস্থাটি। সেই টুইট সরানোর নির্দেশ দিয়েছে জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ইতিমধ্যেই বিমান সংস্থাটিকে নোটিস পাঠিয়েছেন। সংস্থার ডিরেক্টরদের অবিলম্বে সেই নোটিসে বিতর্কিত টুইট সরানোর নির্দেশ দিয়েছে জাতীয় মহিলা কমিশন।
আরও পড়ুন- সরকারের করোনা সতর্কতা, কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?
এই বিতর্কের সূত্রপাত গত ১৮ ডিসেম্বর। ওই দিন স্পাইস জেট একটি টুইট করে। সেই টুইটের সঙ্গে একটি ছবিও প্রকাশ করে বিমান সংস্থাটি। ছবিতে ছিলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর সঙ্গে দেখা গিয়েছে স্পাইস জেটের তিন সেবিকাকে। এই ছবি প্রকাশ করে স্পাইস জেট ক্যাপশনে লিখেছে, 'আমাদের রেড-হট কন্যাদের সঙ্গে গরম ধরম'। পালটা এই টুইটের জন্য বিমান সংস্থাটিকে ধন্যবাদ দিয়েছেন অভিনেতা ধর্মেন্দ্র। তিনি প্রত্যুত্তরে লিখেছেন, 'ধন্যবাদ। এই সুন্দর কন্যাদের সঙ্গে সুন্দর যাত্রা উপভোগ করলাম। বুঝতেই পারলাম না, কখন বিমান উঠলাম আর কখন পৌঁছে গেলাম।'
শীঘ্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই টুইট। নজরে পড়ে জাতীয় মহিলা কমিশনেরও। ছবির সঙ্গে এই ধরনের যৌনগন্ধী এবং অনুপযুক্ত ক্যাপশনে ক্ষুব্ধ হয় জাতীয় মহিলা কমিশন। এই ব্যাপারে কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা পালটা জানান, জাতীয় মহিলা কমিশন ব্যাপারটিকে কড়া দৃষ্টিতে দেখেছে। তিনি অবিলম্বে ওই টুইট সরানোর জন্য স্পাইস জেটের কর্তাদের নির্দেশ দেন। নির্দেশ পালনের পর তা কমিশনকে জানাতেও বলা হয়।
শুধু জাতীয় মহিলা কমিশনও নয়। যাত্রীদের একাংশও স্পাইস জেটের এই টুইটে তীব্র আপত্তি প্রকাশ করেছেন। তাঁরা অভিযোগ করেছেন, বিমান সেবিকাদের 'রেড হট' তকমা দিয়ে স্পাইস জেট তাঁদের অপমান করেছেন। অনেকে আবার বলেছেন, সংস্থারই এই সব টুইটে বদনাম হচ্ছে। আবার, অন্য কয়েকজন যাত্রীর মতে, স্পাইস জেটের এই সব টুইট বুঝিয়ে দিচ্ছে যে তারা তাদের বিমান সেবিকাদের মোটেও সম্মান করে না। নেটিজেনদের একাংশ আবার পালটা টুইট করেছেন, 'মহিলা কর্মচারীদের রেড-হট গার্লস বলা হচ্ছে। স্পাইস জেট সংস্থার সোশ্যাল মিডিয়া টিম মনে হচ্ছে মূর্খ ও ইন্টার্নদের নিয়ে তৈরি।'
Read full story in English