আপনারা এমন একটি পেশায় রয়েছে যেখানে অপ্রত্যাশিত কোনও কিছুর মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনাদের তাই সবাইকে অবশ্যই সজাগ এবং এই জন্য প্রস্তুত থাকতে হবে।
সদ্য দেশে 'মিশন কর্মযোগী' ঘোষণা করেছে মোদী সরকার, যার মাধ্যমে সিভিল সার্ভিস পরীক্ষায় প্রশিক্ষণের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। নয়া এই নীতি ঘোষণার দু'দিন পর একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইপিএস প্রবেশনারদের সঙ্গে একটি আলোচনা পর্বে যুব সমাজদের নিয়ে সরকারের চিন্তাভাবনার বিষয়টি সামনে আসে।
Advertisment
সেই বৈঠকে জম্মু-কাশ্মীর প্রসঙ্গে মোদী বলেন, "প্রথম থেকেই যুব সমাজকে ভুল পথে চলে যাওয়া থেকে আটকাতে হবে আমাদের। মহিলা প্রতিরক্ষাকর্মীরা যারা আছেন তাঁরা মহিলাদের এই পেশায় এনে তা করতে পারেন।"
পাশাপাশি করোনা অতিমারীতে পুলিশদের সামনে থেকে লড়াই চালিয়ে যাওয়াকে কুর্নিশ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, "করোনা অতিমারীর সময়ে ভাল কাজ করার জন্য মানুষের মনে চিরকাল খাকি উর্দিদারীদের মুখগুলি মনে থেকে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এই উর্দি ক্ষমতার নয়, গর্বের জায়গা।"
প্রধানমন্ত্রী মোদী আইপিএস প্রবেশনারদের আরও বলেন, “আপনারা এমন একটি পেশায় রয়েছে যেখানে অপ্রত্যাশিত কোনও কিছুর মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনাদের তাই সবাইকে অবশ্যই সজাগ এবং এই জন্য প্রস্তুত থাকতে হবে। আপনাদের মানসিক চাপও খুব বেশি থাকে। প্রিয়জনদের সঙ্গে কথা বলাটা খুব দরকার।"