Human Metapneumovirus (HMPV) Symptoms and Treatment: বছরের শুরুতেই আবারও করোনা আতঙ্ক! HMPV ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে চিনে। বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। ২০০১ সালে ডাচ গবেষকরা প্রথম আবিষ্কার করেছিলেন এই HMPV ভাইরাস।
HMPV ভাইরাসের প্রভাবে নাজেহাল চিন। হাসপাতালগুলিতে উপচে পড়ছে ভিড়। হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা। এইচএমপিভি ছাড়াও, অন্যান্য ভাইরাসও দ্রুত ছড়িয়ে পড়ছে, যার মধ্যে আরএসভি এবং ইনফ্লুয়েঞ্জা। HMPV-এর লক্ষণগুলি সাধারণ সর্দি-কাশি , জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট। বিশেষজ্ঞরা দাবি করেছেন এই ভাইরাস শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে এই ভাইরাসের আক্রমণে নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস হতে পারে।
চিকিৎসকদের মতে, বর্তমানে এই ভাইরাসের কোনো নির্দিষ্ট ভ্যাকসিন বা ওষুধ নেই। শুধুমাত্র উপসর্গের ভিত্তিতে চলছে চিকিৎসা। চিনের অনেক বড় শহরের হাসপাতালে রোগীদের ভিড় উপচে পড়ছে। একাধিক সংবাদ মাধ্যমের দাবি চিকিৎসক ও নার্সরা ২৪ ঘণ্টা কাজ করছেন। উপচে পড়ছে মৃতদেহের সংখ্যা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
২০০১ সালে ডাচ গবেষকরা প্রথম এই ভাইরাসটি আবিষ্কার করেন। এই ভাইরাসটি মূলত শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায় এবং কাশি বা হাঁচির মাধ্যমে ছড়ায়। সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এইচএমপিভি-ভাইরাসের সফট টার্গেট হল শিশু এবং বয়স্করা।
ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ার সঙ্গে সঙ্গে হেলথ এক্সপার্টরা মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা, ঘন ঘন হাত স্যানিটাইজ করার পরামর্শ দিয়েছেন। ১৪ বছরের কম বয়সী শিশুদের মধ্যে সংক্রমণের সংখ্যা বাড়ছে। যা কপালে ভাঁজ ফেলেছে জনস্বাস্থ্য আধিকারিকদের।