Lalu Yadav-Nitish Kumar: ফের 'ইন্ডিয়া জোটে' নীতীশ কুমার? আরজেডি সুপ্রিমো লালু যাদবের মন্তব্য ঘিরে উত্তাল রাজ্য-রাজনীতি। বর্ষবরণে বিরাট চমক দিয়ে নীতিশ কুমারকে সরাসরি জোটে ফেরার প্রস্তাব লালু প্রসাদের। প্রস্তাব পেয়েই মুচকি হাসি! কী বললেন বিহারের মুখ্যমন্ত্রী?
ফের শিরোনামে বিহারের রাজনীতি। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব নীতীশ কুমারের উদ্দেশে বলেন, ‘ওর জন্য তো দরজা সব সময়ই খোলা রয়েছে! তাঁরও দরজা খুলে দেওয়া উচিত। তা হলেই দু’তরফের মানুষের চলাচল সহজতর হবে।’ লালুর এই প্রস্তাব বিহারের রাজনীতিতে তোলপাড় সপড়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে নীতীশ কুমার কী আরও একবার 'NDA'-ছেড়ে 'INDIA'-এর দিকে ঝুঁকবেন? জল্পনার মধ্যেই লালুর প্রস্তাবে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে 'মহাজোটে' ফিরে আসার প্রস্তাব দিয়েছেন। নববর্ষ উপলক্ষে লালু যাদব বলেছেন যে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জন্য দরজা সব সময়ই খোলা। তিনি আরও বলেছেন নীতীশ জোট ছাড়লেও তাঁর সব ভূলের জন্য তিনি তাঁকে ক্ষমা করা দিয়েছি।
প্রস্তাবে কী বললেন নীতীশ?
লালু যাদবের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীতীশ কুমার হাতজোড় করে হেসে বলেন, “আপনি কী বলছেন?” পাশাপাশি জেডিইউ নেতা বিজয় চৌধুরীও লালু যাদবের প্রস্তাবে পাল্টা আঘাত করেছেন। বিজয় চৌধুরী স্পষ্ট বলেছেন যে আমাদের দলে কোনও বিভ্রান্তি নেই, দল এবং মুখ্যমন্ত্রী উভয়ের অবস্থানই পরিষ্কার যে আমরা এনডিএ-তে আছি। আমরা এনডিএতেই থাকব।