New Year 2025 Celebration: নববর্ষ উদযাপনের আমন্ত্রণে কনডম, বিতর্কের মুখে জনপ্রিয় এই পাব।
বর্ষবরণের প্রস্তুতিতে মেতে উঠতে তৈরি গোটা দেশ এর মধ্যে তোলপাড় ফেলল পুনের একটি পাব। নিউ ইয়ার পার্টির আমন্ত্রণ পত্রের সঙ্গে পাঠানো হয়েছে কনডোম। এরপরই বিষয়টি নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। যুব কংগ্রেসের অভিযোগ, পুনের এই পাব ভারতীয় সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছে।
নিউ ইয়ার পার্টির আমন্ত্রণকে কেন্দ্র করে তুমুল হট্টগোল। আমন্ত্রণের সঙ্গে পাঠানো হল কনডম এবং ওআরএস। বিতর্কের মুখে পড়েছে পুনের মুন্ডওয়া এলাকার একটি জনপ্রিয় পাব। কংগ্রেসের অভিযোগ, পুনের সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজনের জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।
পুলিশ ইতিমধ্যেই ওই পাব ম্যানেজারকে এই বিষয়ে জেরা করেছে। তবে তিনি পুলিশকে জানিয়েছেন কনডম বিতরণ করা কোনও অপরাধ নয়। পুনে পুলিশের এক সিনিয়র অফিসার বলেছেন যে আমরা মহারাষ্ট্র যুব কংগ্রেসের এক কর্মকর্তার কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর পুলিশ অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে নোটিশ জারি করে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।
কী বলল যুব কংগ্রেস?
মহারাষ্ট্র প্রদেশ যুব কংগ্রেস পুনে পুলিশ কমিশনারের কাছে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। যাতে বলা হয়েছে এমন কর্মকাণ্ড সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে একেবারে অসঙ্গতিপূর্ণ। চিঠিতে আরও বলা হয়েছে, "এ ধরনের কর্মকাণ্ড তরুণ সমাজকে ভুল বার্তা দেবে।"