New Year Evening Party: ২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫ সালকে বরণ করে নেওয়ার কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। চারিদিকে চড়ছে উত্তেজনার পারদ। আজ রাতভর বার, পাবে তিল ধারণের জায়গা থাকবে না। খাওয়া-দাওয়া থেকে মদ্যপান, নাচ, গান হুল্লোড় কিছুই বাদ যাবে না। কিন্তু জানেন কী নববর্ষ উপলক্ষ্যে বর্ষবরণের পার্টিতে মদ্যপানের নিরিখে অনেক পিছিয়ে রয়েছে ভারতীয়রা।
প্রতিবারই নতুন বছরের মদ বিক্রির রেকর্ড আগের সব পরিসংখ্যানকে ছাপিয়ে যায়। ৩১ শে ডিসেম্বর সন্ধ্যা থেকে শুরু নিউ ইয়ার পার্টি উপলক্ষ্যে চলে দেদার মদ্যপান। কিন্তু নববর্ষ উপলক্ষ্যে মদ পানে বিশ্বের প্রথম দশে নেই ভারত। মদ্যপানের নিরিখে অনেক পিছিয়ে রয়েছেন ভারতীয়রা।
বিশ্বের এমন অনেক দেশ রয়েছে যেখানে নববর্ষ উদযাপনে রেকর্ড মদ বিক্রি হয়। সেই সব দেশের মানুষ মানুষ দিনে কয়েক লিটার মদ্যপান করেন। পরিসংখ্যান দেখলে অবাক হবেন।
যদিও বিশ্বের সবচেয়ে বেশি অ্যালকোহল পান করা দেশের তালিকা নিয়ে একাধিক মত রয়েছে। কিছু ভিন্ন পরিসংখ্যানও রয়েছে। কিন্তু যদি কেবল নববর্ষে সবচেয়ে বেশি অ্যালকোহল পানের নিরিখে বিচার করা হয় তাহলে সবচেয়ে এগিয়ে রয়েছে রোমানিয়া। এখানে মাথাপিছু অ্যালকোহল পান হয় ১৬.৯১ লিটার।
তারপরে রয়েছে জর্জিয়া ১৪.৪৮ লিটার, চেক প্রজাতন্ত্র তৃতীয় স্থানে রয়েছে, যেখানে একজন ব্যক্তি গড়ে ১৩.৩ লিটার অ্যালকোহল পান করেন। এর পর আসে লাটভিয়া, জার্মানি ও অস্ট্রিয়া। ভারতে এই পরিসংখ্যান মাথাপিছু ৪.৯৬ লিটার। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানে এই পরিসংখ্যান ০.১১ লিটার। একই সময়ে, বাংলাদেশ মাথাপিছু অ্যালকোহল খরচ ০.০১ লিটার।
যেহেতু ভারতে মাথাপিছু অ্যালকোহল সেবন অন্যান্য দেশের তুলনায় অনেক কম, তাই অন্যান্য দেশের তুলনায় নববর্ষে ভারতীয়রা অন্যান্য দেশের মানুষদের তুলনায় কম অ্যালকোহল পান করেন। অনেক দেশে প্রচণ্ড ঠান্ডার কারণে সেখানে বেশি অ্যালকোহল পান করা হয়।