Advertisment

'কালাজাদু বলি' মামলায় সক্রিয় জাতীয় মানবাধিকার কমিশন, একমাসের মধ্যে জবাবদিহির নির্দেশ

কেরল পুলিশ মঙ্গলবার তিন অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার এর্নাকুলাম জেলা দায়রা আদালতে পেশ করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
kerala human sacrifice nhrc notice, human sacrifice news, Bhagaval Singh, kerala human sacrifice news updates, human sacrifice news 2022, Kerala Police news, Kerala Police news now, Kerala news, indian express

ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (এনএইচআরসি) কেরালার মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি’র কাছে কালাজাদু বলি সংক্রান্ত ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।

কেরলের কালাজাদু বলি মামলায় এবার কেরল সরকারকে নোটিস দিল জাতীয় মানবাধিকার কমিশন। কালাজাদু বলি মামলায় কেরলের মুখ্য সচিব এবং রাজ্যের ডিজিপিকে নোটিস জারি করেছে কমিশন। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (এনএইচআরসি) কেরালার মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি’র কাছে কালাজাদু বলি সংক্রান্ত ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে এই মামলার রিপোর্ট জমা দিতে হবে। একই সঙ্গে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের বিষয়ে রিপোর্টে উল্লেখ করার কথা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। একই সঙ্গে সভ্য সমাজে এই ধরণের বর্বরতা নিয়ে উষ্মা প্রকাশ করেছে কমিশন।

Advertisment

উল্লেখ্য, কেরলের পাঠানমথিট্টা জেলায় আর্থিক অনটন মেটানোর জন্য কালা জাদুর নামে দুই মহিলাকে বলি দেওয়া হয়। তথ্য অনুযায়ী, এই মহিলাদের অর্থের লোভ দেখিয়ে ডেকে আনা হয়। এরপর তাঁদের অপহরণ করে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনায় শিউরে ওঠে গোটা দেশ।  শুধু তাই নয়, হত্যার পর লাশ দুটিকে টুকরো টুকরো করে ঘরের পেছনে পুঁতে রাখা হয়।

আরও পড়ুন : < সমাজের বাঁকা নজর উপেক্ষা, চায়ের দোকান খুললেন বি-টেক ছাত্রী >

নৃশংশ এই খুনের ঘটনার কথা জানিয়ে কোচির পুলিশ কমিশনার সি নাগারাজু বলেন,  “এই খুনের প্রধান অভিযুক্ত মহম্মদ শফি ওরফে রশিদ। এই ঘটনায় এখন পর্যন্ত এক দম্পতিসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন শফি, ভগওয়াল সিং এবং তাঁর স্ত্রী লায়লা। বর্তমানে এর্নাকুলামের জেলা ও দায়রা আদালত অভিযুক্তদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে্র নির্দেশ দিয়েছে।

অভিযুক্ত দম্পতির আর্থিক সমস্যা মেটাতে এবং তাদের জীবনে সমৃদ্ধি আনতে দুই মহিলাকে বলি দিয়েছিলেন বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। কেরল পুলিশ মঙ্গলবার তিন অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার এর্নাকুলাম জেলা দায়রা আদালতে পেশ করেছে। পরে আদালত তাদের ২৬ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়।

kerala
Advertisment