scorecardresearch

বাড়ি গাড়ির ঋণ আরও সস্তা, আর্থিক মন্দা কাটাতে কেন্দ্রের একগুচ্ছ নতুন ঘোষণা

শুক্র বারের সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হল এখন থেকে আর কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটি (সিএসআর) লঙ্ঘনকে অপরাধমূলক আইনের আওতায় ফেলা যাবে না।

Union Budget 2019, Budget 2019 Announcements, বাজেট ২০১৯, সাধারণ বাজেট, নির্মলা সীতারমণ
নির্মলা সীতারমণ। ছবি: টুইটার।

দেশের অর্থনৈতিক নীতিতে একগুচ্ছ বদলের কথা শুক্রবার সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। খুব শিগগির ব্যাঙ্কগুলো রেপো রেট কমিয়ে নেবে, যার ফলে বাড়ি, গাড়ির ঋণে সুদের হার কমবে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্যেও একাধিক স্বস্তির খবর জানিয়েছে কেন্দ্র। দেশের অর্থনৈতিক মন্দা কাটাতেই ভারত সরকার এই বদলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

এক নজরে জেনে নেওয়া যাক কী কী নীতি পরিবর্তনের কথা ঘোষণা করা হল

আরও পড়ুন, ‘কাশ্মীর ইস্যু নিজেদেরকেই মেটাতে হবে’, মোদীর পাশে দাঁড়িয়ে ইমরানকে বার্তা ম্যাক্রনের

১) শুক্র বারের সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হল এখন থেকে আর কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটি (সিএসআর) লঙ্ঘনকে অপরাধমূলক আইনের আওতায় ফেলা যাবে না।

২) সমস্ত রকম করের নোটিস এখন থেকে কেন্দ্রীয় স্তরে জারি করা হবে। পুরনো সমস্ত করের নোটিস আদামী ১ অক্টোবরের মধ্যে তুলে নিয়ে নতুন করে কেন্দ্রীয় ব্যবস্থা অনুযায়ী করের নোটিস জারি করবে কেন্দ্র।

৩) দেশের ভেতরে এবং দেশের বাইরের ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট (এফপিআই) সমস্ত বিনিয়োগকারীদের থেকে এখন থেকে আর সারচার্জ নেবে না কেন্দ্র।

৪) গাড়ি এবং বাড়ির ঋণে সুদের হার সস্তা করবে ব্যাঙ্ক। সেই লক্ষে খুব শিগগির রেপোরেট কমাবে ব্যাঙ্ক।

৫) ২০২০ সালের মার্চ পর্যন্ত যে কোনও যানবাহন অতিরিক্ত ৩০ শতাংশ ক্ষয় মূল্য পাবে।

 

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Nirmala sitharaman press conference economy slowdown