ভারতে দ্রুত মিলবে ভ্য়াকসিন, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

‘‘আমি আত্মবিশ্বাসী যে, আমরা যত দ্রুত সম্ভব ভ্য়াকসিন পাব। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা জিতবই, ১০০ শতাংশ নিশ্চিত। অর্থনৈতিক লড়াইয়েও জয়ী হব’’।

‘‘আমি আত্মবিশ্বাসী যে, আমরা যত দ্রুত সম্ভব ভ্য়াকসিন পাব। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা জিতবই, ১০০ শতাংশ নিশ্চিত। অর্থনৈতিক লড়াইয়েও জয়ী হব’’।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus vaccine

প্রতীকী ছবি।

করোনা থেকে রেহাই কবে মিলবে? কবেই বা হাতে আসবে ভ্য়াকসিন? বছর শেষে এ প্রশ্নের উত্তর খুঁজছে গোটা দুনিয়া। এমন আবহে আশার বাণী শোনালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। ‘ভারতে দ্রুত ভ্য়াকসিন মিলবে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয় হবেই’, এমন আত্মবিশ্বাসের সুরই শুনিয়েছেন গড়করি।

Advertisment

একটি অনুষ্ঠানে এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘আমি আত্মবিশ্বাসী যে, আমরা যত দ্রুত সম্ভব ভ্য়াকসিন পাব। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা জিতবই, ১০০ শতাংশ নিশ্চিত। অর্থনৈতিক লড়াইয়েও জয়ী হব’’।

আরও পড়ুন: প্রথম ধাপে ভ্যাকসিন পাবে ৩০ কোটি ভারতীয়, আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

Advertisment

উল্লেখ্য়, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন আশ্বাস দিয়ে সম্প্রতি বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই ‘সুরক্ষিত, কার্যকরী, উন্নত’ ভ্যাকসিন পেতে চলেছে ভারত। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত গোয়েঙ্কা এবং সুপারস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে রবিবার একটি আলাপচারিতায় স্বাস্থ্যমন্ত্রী জানান যে আগামী জুন-জুলাইয়ের মধ্যে ৩০ কোটি ভারতীয়কে ভ্যাকসিন দেওয়া হবে। প্রাথমিকভাবে সরকার অগ্রাধিকার দিচ্ছে স্বাস্থ্যকর্মী, কোভিড যুদ্ধের প্রথমসারির যোদ্ধাদের এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের।

অন্য়দিকে, এমএসএমই দফতরের মন্ত্রী আরও বলেন, ‘‘চিনা আমদানি আমরা ইতিমধ্য়েই কমিয়েছি। আমরা রপ্তানি আরও বাড়াচ্ছি। এটা খুবই ইতিবাচক দিক...বর্তমানে করোনার জন্য় আমরা সংকটে রয়েছি কিছুটা। কিন্তু, আমরা সঠিক পথে এগোচ্ছি। উৎপাদন শিল্পের অগ্রগতি ঘটছে’’।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus