Budget Highlights 2025: স্বাস্থ্য খাতে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
Highlights of Union Budget 2025 in Bengali:দেশের সব জেলায় ক্যান্সার সেন্টার তৈরি হবে, বাজেটে স্বাস্থ্য খাতে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। শনিবার কেন্দ্রীয় বাজেটে দেশের স্বাস্থ্য ক্ষেত্রের জন্য বিরাট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগামী ৩ বছরের মধ্যে দেশের প্রতিটি জেলায় ক্যান্সার সেন্টার তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
Advertisment
দেশ থেকে ক্যান্সার নিরাময়ে জোর এবার মোদী সরকারের। মধ্যবিত্তদের জন্য আয় করে বিরাট ছাড় ঘোষণার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতেও বাজেটে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শনিবার বাজেট পেশ করে নির্মলা সীতারমন জানিয়েছেন, দেশের প্রতিটি জেলায় ক্যান্সার সেন্টার তৈরি করা হবে। এই উদ্যোগের জন্য আগামী তিন বছরের সময়সীমা নেওয়া হয়েছে। আগামী তিন বছরের মধ্যে দেশের সমস্ত জেলায় ক্যান্সার সেন্টার তৈরি করা হবে। এরই পাশাপাশি জেলা হাসপাতালগুলিতেও এই ক্যান্সার সেন্টার তৈরি হবে।
শুধু ক্যান্সার সেন্টার তৈরির ঘোষণাই নয়, দেশে চিকিৎসকদের সংখ্যা আরও বাড়াতে যুগান্তকারী তৎপরতা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিন বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, দেশের মেডিকেল কলেজগুলিতে ১০ হাজার আসন বাড়ানো হচ্ছে। মোদী সরকারের এই উদ্যোগের জেরে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী ডাক্তারি পড়ার সুবিধা পাবেন।
এছাড়াও বীমা ক্ষেত্রেও আমূল সংস্কার এনেছে কেন্দ্রীয় সরকার। বীমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের কথা বলা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। বাজেটে ডেলিভারি ওয়ার্কারদের সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে আনার কথাও ঘোষণা করা হয়েছে।