Advertisment

ঘোষিত নোবেল শান্তি পুরস্কার, পেলেন বেলারুশের মানবাধিকার কর্মী

সোমবার, ১০ অক্টোবর আবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Civil Liberties

ঘোষণামতোই শুক্রবার এবছরের নোবেল শান্তি পুরস্কার ঘোষিত হল। বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি, রাশিয়া ও ইউক্রেনের দুই মানবাধিকার সংগঠন— ‘রাশিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন মেমোরিয়াল’ এবং ‘ইউক্রেনিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেন্টার ফর সিভিল লিবার্টিজ’ও ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কার পেল। নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস-আন্ডারসন শুক্রবার অসলোয় এই পুরস্কারের ঘোষণা করেন। চলতি সপ্তাহে সোমবার এই পুরস্কার ঘোষণা শুরু হয়। প্রথমদিন চিকিৎসাশাস্ত্রে পুরস্কার দেওয়া হয়। নিয়ানডারথাল ডিএনএর গোপনীয়তা ফাঁস করায় চিকিৎসা ক্ষেত্রে পুরস্কার দেওয়া হয়।

Advertisment

মঙ্গলবার পদার্থবিদ্যায় তিন বিজ্ঞানী যৌথভাবে পুরস্কৃত হয়েছেন। তাঁদের গবেষণায় উঠে এসেছে যে বিচ্ছিন্ন হয়ে গেলেও অণুগুলোর একের সঙ্গে অপরের সংযোগ থেকে যায়। বুধবার আবার রসায়নে নোবেল পুরস্কার ঘোষিত হয়। রসায়নেও তিন জন নোবেল পুরস্কার পেয়েছেন। তাঁরা অণুর গঠন এবং অণুর বিচ্ছিন্ন হওয়া নিয়ে গবেষণা করেছেন। এর মাধ্যমে ওষুধ তৈরিতে নতুন দিগন্ত দেখা দিয়েছে। সেই কারণেই পুরস্কৃত করা হয়েছে ওই বিজ্ঞানীদের।

বৃহস্পতিবার আবার ফরাসি লেখিকা অ্যানি আরনোকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপর শুক্রবার ঘোষিত হল নোবেল শান্তি পুরস্কার। ১০ অক্টোবর, সোমবার আবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। দ্বন্দ্বের অপসারণ, মানবাধিকার রক্ষা-সহ নানা ক্ষেত্রে অতীতে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে।

আরও পড়ুন- গুজরাটে ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি, ভরসা রাখছে মোদী ঘনিষ্ঠ চন্দ্রকান্ত পাটিলের কাঁধে

গত বছর রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ ও ফিলিপিন্সের মারিয়া রেসা সংবাদ সংস্থার স্বাধীনতা, সংবাদমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ-সহ নানা বিষয়ে আলোকপাত করে নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিলেন। মতামত প্রকাশের স্বাধীনতার জন্য তাঁদের সেই লড়াই দিয়েছিল এই শান্তি পুরস্কার।

গণতন্ত্রের জন্য মতামত প্রকাশের স্বাধীনতা প্রাথমিক শর্ত। একথা মাথায় রেখেই দেওয়া হয়েছিল শান্তি পুরস্কার। পুরস্কার প্রাপকদের হাতে ১০ ডিসেম্বর ১ কোটি সুইডিশ মুদ্রা তুলে দেওয়া হবে। ১৮৯৫ সাল থেকে আলফ্রেড নোবেলের নামে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। তাঁর গচ্ছিত অর্থ থেকেই দেওয়া হয় পুরস্কার। এই পুরস্কার তুলে দেয় সুইডিশ নোবেল কমিটি।

Read full story in English

nobel prize Nobel Peace Prize Swedish Nobel Committee
Advertisment