Noel Tata Appointed as New Chairman of Tata Trust: রতন টাটা মারা যাওয়ার পরই শুরু হয়েছিল জল্পনা। প্রশ্ন উঠেছিল, এবার টাটা গোষ্ঠীর দায়িত্ব কার হাতে থাকবে? শুক্রবার সেই জল্পনার অবসান ঘটল। গত ৯ অক্টোবর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হয়েছেন রতন টাটা। শুক্রবার টাটা ট্রাস্ট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, রতন টাটার সৎভাই নোয়েল টাটাকেই টাটা গোষ্ঠীর দায়িত্ব দেওয়া হবে। নাভাল টাটার দ্বিতীয় স্ত্রীর সন্তান নোয়েল টাটা। দীর্ঘ দিন ধরে তিনিও টাটা গোষ্ঠীর সঙ্গে যুক্ত।
নোয়েল টাটা
স্যার রতন টাটা ট্রাস্ট অ্যান্ড অ্যালায়েড ট্রাস্ট এবং স্যার দোরাবজি ট্রাস্ট এবং অ্যালায়েড ট্রাস্ট নিয়ে গঠিত হয়েছে টাটা ট্রাস্ট। এই ট্রাস্টগুলো দারিদ্রতা দূরীকরণ, স্বাস্থ্য পরিষেবায় কাজ করে। পাশাপাশি, দেশজুড়ে শিক্ষা সংক্রান্ত নানা উন্নয়নমূলক কাজও চালায়। বর্তমানে নোয়েল টাটা টাইটান এবং টাটা স্টিলের ভাইস-চেয়ারম্যান পদে রয়েছেন। এছাড়াও তিনি টাটা গ্রুপের পোশাক সংস্থা ট্রেন্টের চেয়ারম্যান (জুডিও এবং ওয়েস্টসাইড) পদেও আসীন। একইসঙ্গে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন, ভোল্টাসের গুরুত্বপূর্ণ দায়িত্বেও রয়েছেন নোয়েল টাটা। এর আগে টাটা গোষ্ঠীর এই অন্যতম কর্ণধার ব্রিটেনের নেসলেতেও কাজ করেছেন।
নোয়েল টাটা আয়ারল্যান্ডের নাগরিক। তাঁর স্ত্রী বিশিষ্ট শিল্পপতি পালোনজি মিস্ত্রির মেয়ে আলু মিস্ত্রি। একটা সময়ে পালোনজি মিস্ত্রি ছিলেন টাটা সন্সের এককভাবে বৃহত্তম শেয়ারহোল্ডার। নোয়েল টাটার তিন সন্তান। তাঁরা হলেন লেয়া, মায়া এবং নেভিল। তাঁরাও টাটা গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। রতন টাটা অবিবাহিত ছিলেন। তাঁর কোনও সন্তান ছিল না। টাটা ট্রাস্ট, টাটা সন্সের প্রায় ৬৬% শেয়ারের মালিক। ফলে, টাটা ট্রাস্টের যিনি দায়িত্বে, তিনিই টাটা সন্সেরও দায়িত্বে।
আরও পড়ুন- কোটি টাকার শিল্পসাম্রাজ্য, তবুও ধনীর তালিকায় দেখতে চাননি নিজেকে, কত সম্পত্তি রতন টাটার?
টাটা ট্রাস্টের নেতৃত্বে বরাবরই পার্সি সম্প্রদায়ের লোকদেরই রেখেছে টাটা গোষ্ঠী। রতন টাটা একইসঙ্গে টাটা সন্স এবং টাটা ট্রাস্ট, উভয়েরই চেয়ারম্যান ছিলেন। কিন্তু, ২০২২ সালের 'আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন' পরিবর্তনের মাধ্যমে এই দুইয়ের ভূমিকাকে আলাদা করা হয়েছে। যা টাটা গ্রুপের শাসন ক্ষমতায় বড় বদল এনেছে। নোয়েল টাটা ২০১৯ সালে স্যার রতন টাটা ট্রাস্টের ট্রাস্টি হিসেবে যোগ দিয়েছিলেন। ২০২২ সালে তিনি দোরাবজি টাটা ট্রাস্টের বোর্ডেও অন্তর্ভুক্ত হন।