Advertisment

Zeeshan Siddique, Salman Khan Death Threat: ফের খুনের হুমকি সলমন-জিশানকে, যোগীরাজ্য থেকে গ্রেফতার তোলাবাজ

Noida 20 year Old Man Give Death Threat To Salman Khan, Zeeshan Siddique: হুমকি বিধায়ক জিশান সিদ্দিকীর মোবাইল নম্বরে পাঠানো হয়েছে। তাঁর বাবা, প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকী লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের হাতে নিহত হওয়ার ২ সপ্তাহ পরে।

author-image
IE Bangla Web Desk
New Update
Zeeshan Siddique, Salman Khan: ফের খুনের হুমকি পেলেন তাঁর বিধায়ক পুত্র জিশান সিদ্দিকী এবং অভিনেতা সলমন খান

Zeeshan Siddique, Salman Khan: ফের খুনের হুমকি পেলেন তাঁর বিধায়ক পুত্র জিশান সিদ্দিকী এবং অভিনেতা সলমন খান

Noida 20 year Old Man Arrested For Death Threat To Salman Khan, Zeeshan Siddique: বাবা সিদ্দিকীর মৃত্যুর একমাসও হয়নি। তার মধ্যেই ফের খুনের হুমকি পেলেন তাঁর বিধায়ক পুত্র জিশান সিদ্দিকী এবং অভিনেতা সলমন খান। মুম্বইয়ের বিধায়ক জিশান সিদ্দিক এবং অভিনেতা সলমন খানকে নয়ডা থেকে ২০ বছর বয়সী এক যুবক নতুন করে হুমকি দেন বলে, পুলিশ জানিয়েছে। অভিযুক্ত দুজনের কাছ থেকে তোলাবাজি করতে চেয়েছিল, তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Advertisment

পুলিশ অভিযুক্তকে গুরফান খান বলে শনাক্ত করেছে এবং জানিয়েছে যে সিদ্দিকী সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়ার জন্য যে মোবাইল নম্বরটি ব্যবহার করেন তাতে হুমকি বার্তা পাঠানো হয়।

মুম্বইয়ের বান্দ্রার (পূর্ব) নির্মল নগর পুলিশ সোমবার একটি তোলাবাজির মামলা দায়ের করেছে এবং অভিযোগের ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চ সোমবার গুরফান খানকে গ্রেফতার করেছে। তিনি ২৫ অক্টোবর তাঁর মোবাইল নম্বর থেকে মেসেজটি পাঠিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। মেসেজে সিদ্দিকীকে হুমকি দেওয়া হয়েছিল এবং এতে প্রাণনাশের হুমকিও রয়েছে তাঁকে এবং সলমন খানকে।

আরও পড়ুন 'আমিও অনেকবার জেলে গিয়েছি, এসব ধমকি...', Bigg Boss-র ঘরে লাগামহীন সলমন?

জিশানের বাবা, প্রাক্তন বিধায়ক এবং মন্ত্রী বাবা সিদ্দিকীকে গত ১২ অক্টোবর বান্দ্রায় (পূর্ব) লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা গুলি করে খুন করে। মুম্বই পুলিশ এখনও পর্যন্ত এই চক্রের ১৫ সদস্যকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন 'কৃষ্ণসার হরিণ তো দূর, তেলাপোকাও মারিনি..', সলমনের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে? বিরাট দাবি সেলিম খানের

বাবা সিদ্দিকী বলিউড সেলিব্রিটি ইফতার পার্টি দেওয়ার জন্য পরিচিত ছিলেন এবং সলমন খান সিদ্দিী পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার জন্য পরিচিত। সলমন খান দীর্ঘদিন ধরে বিষ্ণোই গ্যাংয়ের হিট লিস্টে ছিলেন এবং এই বছরের এপ্রিলে গ্যাং সদস্যরা বান্দ্রায় (পশ্চিম) তাঁর বাড়ির সামনে গুলি চালিয়েছিল।

salman khan Maharashtra ncp Baba Siddique Murder
Advertisment