নতুন বছরে একলাফে অনেকটা কমল গ্যাসের দাম

কলকাতায় এবং মুম্বইতে ভর্তুকিযুক্ত এলপিজি-র দাম হবে যথাক্রমে ৫০৪ টাকা ১২ পয়সা এবং ৪৯৮ টাকা ৫৭ পয়সা। ভর্তুকিহীন এলপিজি-র দাম হবে সিলিন্ডার প্রতি যথাক্রমে ৮৩৭ টাকা এবং ৭৮০ টাকা ৫০ পয়সা। 

কলকাতায় এবং মুম্বইতে ভর্তুকিযুক্ত এলপিজি-র দাম হবে যথাক্রমে ৫০৪ টাকা ১২ পয়সা এবং ৪৯৮ টাকা ৫৭ পয়সা। ভর্তুকিহীন এলপিজি-র দাম হবে সিলিন্ডার প্রতি যথাক্রমে ৮৩৭ টাকা এবং ৭৮০ টাকা ৫০ পয়সা। 

author-image
IE Bangla Web Desk
New Update
A worker unloads LPG cooking cylinders from a supply truck outside a distribution centre in Ahmedabad

এক মাসের ব্যবধানে আবারও কমল রান্নার গ্যাসের দাম। বছরের শেষ দিনে ভর্তুকিহীন এবং ভর্তুকিযুক্ত গ্যাসের দাম এক লাফে কমল অনেকটা। সিলিন্ডার প্রতি ভর্তুকিহীন এলপিজি-র দাম কমেছে ১২০ টাকা ৫০ পয়সা। আর ভর্তুকিযুক্ত এলপিজি-র ক্ষেত্রে সিলিন্ডার প্রতি দাম কমেছে ৫ টাকা ৯১ পয়সা।

Advertisment

৩১ ডিসেম্বর মধ্যরাত থেকে ১৪.২ কেজির ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের রাজধানীতে দাম হয়েছে ৪৯৪ টাকা ৯৯ পয়সা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এর আগে পয়লা ডিসেম্বর সিলিন্ডার প্রতি ৬টাকা ৫২ পয়সা কমেছিল ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম। তার আগে ২০১৮-এর জুন মাস থেকে ৬ টি ক্ষেপে মোট ১৪ টাকা ১৩ পয়সা বেড়েছিল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। পরপর দুবার দাম কমার ফলে প্রায় ৬ মাস আগের দামে ফিরে গেল রান্নার গ্যাস।

আরও পড়ুন, Happy New Year 2018: কচি হাতে তৈরি ৬ ফুটের গ্রিটিংস কার্ডই এবার মমতার নববর্ষের উপহার

Advertisment

কলকাতায় এবং মুম্বইতে ভর্তুকিযুক্ত এলপিজি-র দাম হবে যথাক্রমে ৫০৪ টাকা ১২ পয়সা এবং ৪৯৮ টাকা ৫৭ পয়সা। ভর্তুকিহীন এলপিজি-র দাম হবে সিলিন্ডার প্রতি যথাক্রমে ৮৩৭ টাকা এবং ৭৮০ টাকা ৫০ পয়সা।

আন্তর্জাতিক বাজারে রান্নার গ্যাসের দাম কমেছে। আবার মার্কিন ডলারের সঙ্গে ভারতীয় মুদ্রার বিনিময় মূল্য বেড়েছে। সেজন্য রান্নার গ্যাসের দাম কমানো হল বলে এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে।

Read the full story in English