নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় উত্তাল দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলি। ক্যাবের প্রতিবাদে ১১ ঘণ্টার বনধ ডাকা হয়েছে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশনের (এনইএসও) ডাকে মঙ্গলবার ভোর ৫টা থেকে শুরু হয়েছে বনধ। তবে এই বনধের আওতা থেকে রেহাই পেয়েছে নাগাল্যান্ড। এদিকে, ক্যাব বিক্ষোভের জেরে ত্রিপুরায় ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: কোথায় কোথায়, কেন লাগু হবে না ক্যাব?
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ১২ ঘণ্টার বনধ ডাকা হয়েছে আসামে। এসএফআই, ডিওয়াইএফআই-সহ ১৬টি বামপন্থী সংগঠনের ডাকা বনধে উত্তর-পূর্বের এই রাজ্যে বিপর্যস্ত জনজীবন। বনধের জেরে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় ও ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বাতিল করা হয়েছে। আসামের পাশাপাশি ত্রিপুরাতেও চলছে বনধ। ক্যাবের বিরোধিতায় অনির্দিষ্টকালের বনধের ডাক দেওয়া হয়েছে সে রাজ্যে। বিলের বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শন চলছে মণিপুরেও। বনধের প্রভাব পড়েছে মিজোরামেও।
আরও পড়ুন:বাংলা ফেট্টিবাজদের জায়গা নয়, কোনও এনআরসি হবে না: মমতা

আরও পড়ুন: লোকসভায় পেশ ক্যাব: কোন দল পক্ষে? কারা বিপক্ষে?
উল্লেখ্য, বিরোধীদের তুমুল হইচইয়ের মধ্যেই সোমবার মধ্যরাতে লোকসভায় পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল। সোমবার লোকসভায় এই বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিল ঘিরে প্রথম থেকেই বিরোধিতা করে আসছে উত্তর-পূর্বের রাজ্যগুলি। এই বিল থেকে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মিজোরামকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে মেঘালয়ের পুরোটা, আসাম-ত্রিপুরার বিভিন্ন অংশ। কিন্তু মণিপুরেের পুরোটাই ক্যাবের আওতায় থাকছে।
Read the full story in English