মোদীর নেতৃত্বে দেশের অগ্রগতির ইঞ্জিন উত্তর-পূর্ব: শাহ

শাহ বলেন, গত ৬ বছরে ৩০ বার উত্তর-পূর্বে সফর করেছেন প্রধানমন্ত্রী এবং প্রত্য়েকবার যখনই এসেছেন, কিছু উপহার নিয়ে এসেছেন।

শাহ বলেন, গত ৬ বছরে ৩০ বার উত্তর-পূর্বে সফর করেছেন প্রধানমন্ত্রী এবং প্রত্য়েকবার যখনই এসেছেন, কিছু উপহার নিয়ে এসেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah, অমিত শাহ, মোদী

মোদী-শাহ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীনে দেশের অগ্রগতির ইঞ্জিন হিসেবে আত্মপ্রকশ করেছে উত্তর-পূর্ব, শনিবার এমনই মন্তব্য় করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মোদীর প্রশংসা করে তাঁর সেনাপতি বলেছেন, দেশের উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে উত্তর-পূর্বকে বিবেচনা করেন মোদী।

Advertisment

এ প্রসঙ্গে শাহ বলেন, গত ৬ বছরে ৩০ বার উত্তর-পূর্বে সফর করেছেন প্রধানমন্ত্রী এবং প্রত্য়েকবার যখনই এসেছেন, কিছু উপহার নিয়ে এসেছেন। বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, মুখ্য়মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে অসম শান্তি ও উন্নয়নের পীঠস্থানে পরিণত হয়েছে।

আরও পড়ুন: ‘যাঁরা স্থানীয় নির্বাচন রুখছেন, তাঁরাই গণতন্ত্র শেখাচ্ছেন’, রাহুলকে নাম না করে খোঁচা মোদীর

অসম প্রসঙ্গে শাহ বলেন, ‘‘অতীতে অসম মানেই ছিল, হিংসা-বিক্ষোভ। কিন্তু সোনওয়াল ও শর্মা রাজ্য়ের মানুষকে একত্রিত করেছেন’’। সব জঙ্গি সংগঠনগুলো আত্মসমর্পণ করে মূলস্রোতে ফিরেছেন বলেও এদিন মন্তব্য় করেন শাহ।

Advertisment

অন্য়দিকে, তিন কৃষি আইন ইস্য়ুতে বিক্ষোভরত কৃষকদের কাছে আর্জির সুরে শাহ বলেছেন, আলোচনার মাধ্য়মেই সমাধান করুন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi amit shah