আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায়, ভারতেও কমল পেট্রল-ডিজেলের দাম। বিগত দুই মাসে এই প্রথম দাম কমল জ্বালানি তেলের। মূলত, উত্পাদন মূল্য কমেছে বলেই এই মূল্য হ্রাস। রাষ্ট্রায়ত্ত তেল বিক্রয়কারী সংস্থার বিবৃতি অনুযায়ী, লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম কমেছে যথাক্রমে ২১ পয়সা এবং ১১ পয়সা করে। এরফলে দিল্লিতে এদিন ১ লিটার পেট্রলের দাম ৮২.৮৩টাকা থেকে কমে হল ৮২.৬২টাকা এবং ডিজেল ৭৫.৬৯টাকা থেকে কমে ৭৫.৫৮টাকা হল। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার পর দেশিয় বাজারে তেলের দাম কমার ঘটনা এই প্রথম। আরও পড়ুন- তেলের চড়া দাম নিয়ে সরব মোদী
চলতি মাসের ৫ তারিখে কেন্দ্রীয় সরকার পেট্রল-ডিজেলের উপর ২.৫০টাকা দাম কমিয়েছিল। আবগারি শুল্ক কমানোর মাধ্যমে এই দুই জ্বালানিতে লিটার প্রতি ১.৫০টাকা কমিয়ে ছিল সরকার এবং তেল বিক্রয়কারী রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে আরও ১ টাকা করে কমানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে আরও বেশি দাম কমেছিল। কারণ, তারা কেন্দ্রের মতো সমহারে বিক্রয় কর বা ভ্যাটেও ছাড় দিয়েছিল।
আরও পড়ুন- চড়ছে পেট্রোল-ডিজেলের দাম; তেল সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসছেন মোদী
বৃহস্পতিবার দাম কমার আগে লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছিল ২.৭৪টাকা এবং পেট্রলের ক্ষেত্রে দাম বেড়েছিল ১.৩৩টাকা। আর ৫ অক্টোবর দাম কমানোর আগে পেট্রল-ডিজেলের দাম রেকর্ড মাত্রায় বেড়ে যথাক্রমে ৮৪টাকা/লিটার এবং ৭৫.৪৫টাকা/লিটার হয়েছিল।
প্রসঙ্গত, ৫ অক্টোবর কেন্দ্র দাম কমানোর পরই সবার আগে জ্বালানি তেলের দাম কমিয়েছিল গুজরাট ও মহারাষ্ট্র সরকার। এরপর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, আসাম, উত্তরাখণ্ড, গোয়া, অরুণাচলপ্রদেশ ও বিহার সরকারও একই পথে হেঁটেছিল। পরবর্তীকালে রাষ্ট্রপতি শাসনাধীন জম্মু-কাশ্মীরও তেলের দাম কমিয়েছিল।
Read this story in English