Advertisment

Omar Abdullah: রাহুল-খাড়গের উপস্থিতিতেই শপথ! জম্মু-কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ

Omar Abdullah Oath Taking Ceremony: ৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীরে নতুন সরকার গঠিত হয়েছে। জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন ওমর আবদুল্লাহ।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Omar Abdullah Oath

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ওমর আবদুল্লাহ

Omar Abdullah Oath Taking Ceremony: ৩৭০ ধারা বাতিলের পাঁচ বছর পরে, জম্মু ও কাশ্মীরে নতুন সরকার গঠন হয়েছে। আজ নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লাহ। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন তিনি। এদিন ওমর আবদুল্লাহ ছাড়াও মন্ত্রী পরিষদের আরও ৫ জন সদস্যও শপথবাক্য পাঠ করেন।  জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুরেন্দ্র চৌধুরী। 

Advertisment

জম্মু ও কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (SKICC) শপথ নেন ওমর আবদুল্লাহ। এলজি মনোজ সিনহা তাঁকে  শপথবাক্য পাঠ করান।

'প্রতীকী অনশনকারী' ব্যাজ পরে দুর্গা কার্নিভ্যালে, চিকিৎসক আটক, পরে মুক্তি দিল পুলিশ

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লাহ। তার সঙ্গে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও পাঁচ নেতা। ১০ বছর পর কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি গঠিত হয়েছে নতুন সরকার। কংগ্রেস নতুন সরকারকে বাইরে থেকে সমর্থন করছে। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ইন্ডিয়া জোটের অনেক নেতা অংশ নেন। এর মধ্যে রয়েছেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, কেসি ভেনুগোপাল, সুপ্রিয়া সুলে, অখিলেশ যাদব প্রমুখ।

বাংলার ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণা, কোথায় কোথায় ভোট, কার দখলে কোন আসন জানুন

বিধানসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্সের জয়ের পর জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে ওমর আবদুল্লাহর শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বুধবার শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ওমর আবদুল্লাহ। সেই সঙ্গে আরও ৫ মন্ত্রীও শপথ নিয়েছেন। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার উপস্থিতিতে সকাল সাড়ে ১১টায় মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রীপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়। 

Omar Abdullah
Advertisment