করোনায় লকডাউনে মার্চ-জুন মাস নাগাদ ১ কোটিরও বেশি পরিযায়ী শ্রমিক নিজেদের রাজ্য়ে ফিরেছেন। যাঁদের মধ্য়ে অনেকেই পায়ে হেঁটে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার এমন তথ্য়ই সামনে আনল কেন্দ্র সরকার। উল্লেখ্য়, করোনার জেরে লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ছবি ঘিরে শোরগোল পড়ে যায় দেশে। লকডাউনে ঘরে ফিরতে গিয়ে প্রবল বিপত্তির মুখে পড়তে হয় পরিযায়ী শ্রমিকদের।
এদিন লোকসভায় এক লিখিত জবাবে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ প্রতিমন্ত্রী ভি কে সিং জানিয়েছেন, ''করোনা পরিস্থিতিতে বিশাল সংখ্য়ক কর্মী বিভিন্ন রাজ্য় থেকে নিজেদের রাজ্য়ে ফিরেছেন''।
কেন্দ্রীয় শ্রম ও ক্ষমতায়ন মন্ত্রকের তথ্য়ানুসারে, ১.০৬ কোটিরও বেশি পরিযায়ী শ্রমিক লকডাউন চলাকালীন তাঁদের বাড়িতে ফিরেছেন। যাঁদের মধ্য়ে এমন অনেক পরিযায়ী শ্রমিক রয়েছেন, যাঁরা পায়ে হেঁটে ঘরে ফিরেছেন।
আরও পড়ুন: আলু-ডাল-পেঁয়াজ আর অত্য়াবশকীয় পণ্য় নয়, নয়া বিল পাস সংসদে
যদিও মন্ত্রী জানিয়েছেন,লকডাউনের সময় পথ দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মৃত্য়ু সংক্রান্ত তথ্য় নেই মন্ত্রকের কাছে। তিনি আরও জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের জন্য় আশ্রয়, খাবার, জল, স্বাস্থ্য় পরিকাঠামোর প্রয়োজনীয় ব্য়বস্থা নিতে রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিয়মিত অ্য়াডভাইসরি জারি করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
উল্লেখ্য়, সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন কেন্দ্রের তরফে লিখিত আকারে জানানো হয় যে চলতি বছরে অতিমারী করোনার জেরে লকডাউনে পরিযায়ী শ্রমিকদের মৃত্য়ু নিয়ে কোনও তথ্য় নেই। লকডাউন চলাকালীন শ’য়ে শ’য়ে পরিযায়ী শ্রমিক প্রাণ হারিয়েছেন কিনা, এই প্রশ্নের জবাব দিতে গিয়ে শ্রম ও ক্ষমতায়ন মন্ত্রকের তরফে লিখিত আকারে জবাবে বলা হয়েছে, ”এরকম কোনও তথ্য় নেই”।
এরপর, রাজ্য়সভায় কেন্দ্রের তরফে জানানো হয় যে গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত শ্রমিক স্পেশালে মৃত্যু হয়েছে ৯৭ জনের।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন