নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত ৮ বছরে বিশ্বের দরবারে ভারতকে সমীহ করে সব দেশ। ভারত এখন বিশ্বগুরু, সারা বিশ্বের নজর এখন ভারতের দিকে। অন্তত এমনটাই দাবি করে মোদী সরকার এবং শাসকদল বিজেপি। কিন্তু ধীরে ধীরে বহু ভারতীয়ই আর দেশে থাকতে চাইছেন না। ভারত সরকারের দেওয়া তথ্য থেকেই সেটা স্পষ্ট। মঙ্গলবার কেন্দ্রের তরফে এমনই চাঞ্চল্যকর তথ্য পেশ করা হল সংসদে।
কেন্দ্র জানিয়েছে, গত তিন বছরে ৩.৯ লক্ষেরও বেশি ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন। তাঁরা ভারতের বদলে বিদেশকে বেছে নিয়েছেন। বিশ্বের মোট ১০৩টি দেশে এত সংখ্যক ভারতীয় নিবাসী হয়েছেন। তাদের মধ্যে আমেরিকা হল ভারতীয়দের প্রথম পছন্দ। চাঞ্চল্যকর তথ্য হল, শুধুমাত্র ২০২১ সালেই ১.৬৩ লক্ষ ভারতীয় দেশের নাগরিকত্ব ছেড়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, তাঁদের মধ্যে ৭৮ হাজারেরও বেশি মানুষ মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন।
আরও পড়ুন ‘অগ্নিপথ’ নিয়োগে পরীক্ষার্থীদের ‘জাত’ উল্লেখ, অভিযোগ নস্যাৎ রাজনাথের
২০১৯ সালে ১.৪৪ লক্ষ ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন। তথ্য বলছে, ২০২০ সালে সেই সংখ্যাটা কিছুটা কমে। ২০২০ সালে ৮৫ হাজার ২৫৬ জন দেশের নাগরিকত্ব ত্যাগ করে বিদেশে বসবাস শুরু করেন। এর অন্যতম কারণ হল, করোনা অতিমারির কারণে বিমান পরিষেবা ও আন্তর্জাতিক সীমানা বন্ধ থাকা।
মূলত, বিএসপি সাংসদ হাজি ফজলুর রহমান সংসদে প্রশ্ন তোলেন এই বিষয়ে। তার জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী ব্যক্তিগত কারণে এত সংখ্যক ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন।
আরও পড়ুন পয়গম্বর বিতর্ক: সুপ্রিম নির্দেশে আপাতত বড় স্বস্তিতে নুপূর শর্মা
কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, আমেরিকা ছাড়াও সিঙ্গাপুর (৭,০৪৬), সুইডেন (৩,৭৫৪), এমনকী বাহরিন (১৭০), অ্যাঙ্গোলা (২), ইরান (২১) এবং ইরাকের (১) নাগরিকত্বও গ্রহণ করেছেন। তাৎপর্যপূর্ণ, এক জন ভারতীয় গত বছর আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর নাগরিকত্ব নিয়েছেন। ১,৪০০-র বেশি ভারতীয় চিনের নাগরিকত্ব গ্রহণ করেছেন। ৪৮ জন পাকিস্তানের নাগরিকত্ব নিয়েছেন।