ডিসেম্বরের মধ্যেই ভারতে পাওয়া যেতে পারে অক্সফোর্ড ভ্যাকসিন, আশ্বাস সেরাম সংস্থা প্রধানের

ভারতে কোভিশিল্ড (ChAdOx1 nCoV-19) ভ্যাকসিনের ট্রায়াল চালাচ্ছে সেরাম। সংস্থার তরফে বলা হয়েছে যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ভ্যাকসিন প্রস্তুত হতে পারে।

ভারতে কোভিশিল্ড (ChAdOx1 nCoV-19) ভ্যাকসিনের ট্রায়াল চালাচ্ছে সেরাম। সংস্থার তরফে বলা হয়েছে যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ভ্যাকসিন প্রস্তুত হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

ভারতে এখনও করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সেই প্রেক্ষাপটে ভ্যাকসিন নিয়ে দেশবাসীকে আশ্বাস দিলেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই)-এর প্রধান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করা ভ্যাকসিন উৎপাদক অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি করে ভারতে কোভিশিল্ড (ChAdOx1 nCoV-19) ভ্যাকসিনের ট্রায়াল চালাচ্ছে সেরাম। সংস্থার তরফে বলা হয়েছে যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ভ্যাকসিন প্রস্তুত হতে পারে।

Advertisment

সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা জানান ভারতে শেষ পর্যায়ের কোভিশিল্ডের ট্রায়াল চলছে। ২০২১ সালের মাঝামাঝি ১০ কোটি ডোজের ভ্যাকসিন আনতে পারবেন তাঁরা। সিইও বলেন, "যদি আমরা জরুরি লাইসেন্সের জন্য না যাই, ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যেতে পারে এই ট্রায়াল। জানুয়ারিতেই ব্রিটেনের সঙ্গে একযোগে ভারতে লঞ্চ হতে পারে এই ভ্যাকসিন।"

আরও পড়ুন, আক্রান্তের সংখ্যা কমাতে করোনা পরীক্ষায় রাশ টেনেছে অনেক জেলা, দাবি বেসরকারি ল্যাবের

Advertisment

তবে তিনি বলেন যে ব্রিটেনে ক্লিনিকাল ট্রায়ালগুলির তথ্যগুলির উপর অনেক বেশি নির্ভর করবে ভারত। যদি এটি নিরাপদ হয় তবে এই সংস্থাটি ভারতীয় ড্রাগ নিয়ন্ত্রকের কাছ থেকে জরুরি-ব্যবহারের অনুমোদন চাইবে এমনটাই জানান হয়। নিউজ ওয়েবসাইটটিতে পুনাওয়ালা বলেন, "ট্রায়ালের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ডিজিসিএ-এর কাছে আবেদন করব। আমার মনে হয় দুই-তিন সপ্তাহ সময় হয়তো লাগতে পারে। এরপরই ডিসেম্বরের মধ্যেই ভ্যাকসিনটি পাওয়া যেতে পারে। প্রাথমিকভাবে ১০০ মিলিয়ন ডোজের ভ্যাকসিন তৈরির লক্ষ্য রয়েছে।"

উল্লেখ্য, তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলাকালীন ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ায় ১৬ সেপ্টেম্বর অস্থায়ীভাবে বন্ধ হয় এই ভ্যাকসিনের ট্রায়াল। পরবর্তীতে ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই) সেরাম ইনস্টিটিউটকে ট্রায়াল পুনরায় চালু করার অনুমতি দেয়।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus COVID-19