Advertisment

ভারতীয় সেনাপ্রধানকে পাল্টা হুঁশিয়ারি পাক সেনার

সে দেশের একটি চ্যানেল দুনিয়া টিভিতে সাক্ষাৎকারে পাক সেনার মুখপাত্র আসিফ গোফুর বলেছেন যে, শান্তি কী জিনিস তা পাকিস্তান ভালই বোঝে। পাকিস্তানও যে যুদ্ধের জন্য তৈরি সেকথাও বলেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
indian army, ভারতীয় সেনা

এবার ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যের পাল্টা হুঁশিয়ারি দিলেন পাক সেনার মুখপাত্র। প্রতীকী ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারত-পাক সম্পর্ক ক্রমশই যেন তিক্ত হচ্ছে। জম্মুতে এক ভারতীয় জওয়ানকে নির্মমভাবে হত্যা করার ঘটনা ঘিরে এই মুহূর্তে তোলপাড় দেশ। এ ঘটনায পাক বর্বরতার দিকে আঙুল তুলেছে এ দেশ। এ ঘটনার প্রসঙ্গে ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত পাকিস্তানকে কার্য়ত হুঁশিয়ারির সুরে বলেছিলেন যে, পাক বর্বরতার জবাব দিতে এটাই সময়। এবার ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যের পাল্টা হুঁশিয়ারি দিলেন পাক সেনার মুখপাত্র। সে দেশের একটি চ্যানেল দুনিয়া টিভিতে সাক্ষাৎকারে পাক সেনার মুখপাত্র আসিফ গফুর বলেছেন যে, শান্তি কী জিনিস তা পাকিস্তান ভালই বোঝে। পাকিস্তানও যে যুদ্ধের জন্য তৈরি সেকথাও বলেছেন তিনি।

Advertisment

ভারতীয় সেনা প্রধানকে জবাব দিতে ওই টিভি চ্যানেলে পাক সেনার মুখপাত্র আসিফ গফুর আরও বলেছেন যে, পাকিস্তানকে দুর্বল ভাবলে ভুল করা হবে। পাকিস্তান যে, পারমাণবিক অস্ত্রে পারদর্শী একটা দেশ, সেকথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে, জম্মুতে ভারতীয় জওয়ানের নির্মম হত্যায় পাকিস্তানের যে কোনও ভূমিকা নেই, সে ব্যাপারেও সওয়াল করেছেন গফুর। তাঁর দাবি, ‘‘আমরা পেশাদার সেনা। আমরা কখনও এধরনের কাজ করতে পারি না। আমরা কখনই কোনও সৈনিকের সঙ্গে বেইজ্জতি করতে পারি না।’’

আরও পড়ুন, রাফালে ডিলে ভারতীয় পার্টনার ফরাসি সরকার বাছে নি: ফ্রাঁসোয়া ওলাঁদ

অন্যদিকে, ভারতীয় সেনাপ্রধান দাযিত্বজ্ঞানহীন ভাবে মন্তব্য করেছেন বলে পাল্টা তোপ দেগেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফওয়াদ চৌধুরি। তিনি বলেন,‘‘ভারত সরকার ঘরে দুর্নীতিতে জর্জরিত। ফলে ঘরের সমস্যা থেকে দেশবাসীর নজর ঘোরাতেই ভারতীয় সেনা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছে।’’ ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াতকে কটাক্ষের সুরে পাকমন্ত্রী বলেন,‘‘ভারতীয় সেনাপ্রধানের বোঝা উচিত যে, তিনি একজন বিজেপি নেতা নন।’’

পারস্পরিক আলোচনার রাস্তা থেকে ভারত পালাচ্ছে বলেও এদিন মন্তব্য করেছেন গফুর। তিনি বলেছেন যে, ভারতকে আলোচনায় অংশ নেওয়া উচিত। যতবারই দু’দেশের মধ্যে আলোচনা ভেস্তে গিয়েছে, ততবারই ভারতের জন্য হয়েছে। তিনি আরও বলেন যে, এখনও ভারতের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তান প্রস্তুত।

International news national news Indian army pakistan
Advertisment